মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত
মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য গুয়ানাজুয়াতোতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে, যার মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি সোমবার এক প্রতিবেদনে জানায়, শনিবার রাতে কোর্টাজার মিউনিসিপ্যালিটিতে এই হত্যাকাণ্ড ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল এবং প্রাচীনতম পর্যটন গন্তব্যের জন্য পরিচিত। তবে এখানকার সরকারি পরিসংখ্যান অনুসারে, এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে পরিচিত, যেখানে চলমান মাদক বিরোধী সংঘর্ষের কারণে হত্যার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।
এছাড়া, ২০২৩ সালে একদল বন্দুকধারী এই অঞ্চলে একটি জলকেলি পার্কে হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছিল, তাদের মধ্যে একটি শিশু ছিল। কিন্তু এই হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, মেক্সিকোর জাতীয় নিরাপত্তা বাহিনী রবিবার গুয়ানাজুয়াতোতে সান্তা রোসা ডে লিমা চক্রের নেতাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চক্রটি গুয়ানাজুয়াতো অঞ্চলে দীর্ঘদিন ধরে দাপট চালাচ্ছে।
এএফপি জানায়, গুয়ানাজুয়াতো অঞ্চলের সহিংসতা সান্তা রোসা ডে লিমা গ্যাং এবং জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের ফলস্বরূপ। ২০০৬ সালে মাদক পাচার দমনে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংক্রান্ত সহিংসতায় চার লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।