শিরোনাম :
ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০১:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 34
ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষই মারা গেছেন পানিতে ডুবে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে লাখ লাখ মানুষ। নিখোঁজ রয়েছে আরো ২৬ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু দ্বীপ। সেখানকার সবগুলো প্লাবিত হয়েছে। মারা গেছে ৪৯ জন। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে।
সেবুতে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ছোট ছোট ভবন ভেসে গেছে। উদ্ধারকারী দল নৌকায় করে তাদের ঘরের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার করে।


















