আলেপ্পোতে যুদ্ধবিরতি: সিরীয় সেনা ও কুর্দি বাহিনীর সংঘর্ষের অবসান

- আপডেট সময় ০৪:৪১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 76
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে সিরীয় সরকারি বাহিনী (Syrian Army) ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (SDF)-এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।
এই সংঘর্ষটি মূলত সেপ্টেম্বরের শেষ দিক থেকে শুরু হয়। সংঘর্ষের শুরু থেকই দুই পক্ষই আলেপ্পোর উত্তর ও পূর্বাঞ্চলের কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ এবং তেলসমৃদ্ধ কিছু কৌশলগত স্থান দখলে নেওয়ার জন্য লড়াই শুরু করে।
তবে আন্তর্জাতিক চাপ ও রুশ মধ্যস্থতায় উভয় পক্ষই আলোচনায় বসে। অবশেষে অক্টোবরের প্রথম সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী —
১. উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে।
২.নিরাপত্তা করিডর তৈরি করে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়া হবে। এবং,
৩. রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধি দল এই যুদ্ধবিরতির কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।
বিশ্লেষকদের মতে, এই সমঝোতা আলেপ্পো অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তবে স্থায়ী শান্তি নির্ভর করবে দুই পক্ষের পারস্পরিক আস্থার ওপর।