শুল্ক আরোপের হুমকির মধ্যেই ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করলো যুক্তরাষ্ট্র: ট্রাম্প

- আপডেট সময় ১০:৪১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 6
যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে সরাসরি কাজ করেই এই চুক্তিতে পৌঁছেছেন তিনি।
পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চুক্তির অংশ হিসেবে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর আগে গত সপ্তাহেই ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছিল, ১ আগস্ট থেকে সেই শুল্ক কার্যকর হতে যাচ্ছে। তবে সদ্য ঘোষিত ১৯ শতাংশ শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট দিন জানাননি প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রসঙ্গত, চলতি বছরের ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। উচ্চহারেই এসব শুল্ক আরোপ করা হয়। যদিও পরে এসব শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন তিনি এবং এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য আহ্বান জানান।
এই সময়সীমা শেষ হয় ৯ জুলাই। এরপর ট্রাম্প আলোচনার সময় আরও বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত স্থির করেন। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনাম চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে।
এদিকে বাকি দেশগুলোর জন্য নতুন শুল্কের হার নির্ধারণ করে চিঠি পাঠানো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশের সরকারকে। এসব চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, চুক্তি না হলে নির্ধারিত তারিখ থেকে নতুন শুল্ক কার্যকর হবে।
বিশ্লেষকরা মনে করছেন, বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি এবং চুক্তির কৌশল চাপ প্রয়োগের একটি কৌশল হতে পারে। তবে এ ধরনের অবস্থান বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে বলেও মত দিচ্ছেন অনেক আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক।
সূত্র: এএফপি