ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি গল্প দিয়ে ইতিহাস লেখা যায় না: জাতীয় প্রেসক্লাবে ড. মঈন খানের হুঁশিয়ারি চুয়াডাঙ্গায় জমি বিরোধ নিয়ে পৃথক দুই হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 9

ছবি সংগৃহীত

 

ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। মঙ্গলবার (১৫ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শ্যামিহাল এক টেলিগ্রাম বার্তায় নিজের পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে লেখেন, “দেশের জন্য নিরলস পরিশ্রমে আমার পুরো দলকে ধন্যবাদ। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি কৃতজ্ঞ, তিনি আমার ওপর আস্থা রেখেছেন।”

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করেছি ইউক্রেনের সরকারের নেতৃত্ব ও কার্যক্রম নতুন করে শুরু করার লক্ষ্যে। খুব শিগগিরই আমি নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন করব।”

৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিরল খনিজসম্পদ বিষয়ক চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনার সময়ও আলোচনায় আসেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিয়েভ সফরে গিয়ে বাগবিতণ্ডায় জড়ান প্রেসিডেন্ট জেলেনস্কি, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পদত্যাগের পর ডেনিস শ্যামিহালকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এছাড়া সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে সিভিরিদেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। জেলেনস্কি বলেন, “এই রদবদল কিয়েভের রাজনৈতিক নেতৃত্বকে আরও সুসংগঠিত করবে এবং ইউক্রেনের নির্বাহী শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উল্লেখ্য, চলমান যুদ্ধের বাস্তবতায় ইউক্রেন সরকারে এই পরিবর্তনকে বিশ্লেষকরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

সূত্র: রয়টার্স

 

নিউজটি শেয়ার করুন

পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

আপডেট সময় ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। মঙ্গলবার (১৫ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

২০২০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শ্যামিহাল এক টেলিগ্রাম বার্তায় নিজের পদত্যাগপত্রের ছবি প্রকাশ করে লেখেন, “দেশের জন্য নিরলস পরিশ্রমে আমার পুরো দলকে ধন্যবাদ। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রতি কৃতজ্ঞ, তিনি আমার ওপর আস্থা রেখেছেন।”

এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমান প্রথম উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আমি ইউলিয়া সিভিরিদেঙ্কোর নাম প্রস্তাব করেছি ইউক্রেনের সরকারের নেতৃত্ব ও কার্যক্রম নতুন করে শুরু করার লক্ষ্যে। খুব শিগগিরই আমি নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপন করব।”

৩৯ বছর বয়সী ইউলিয়া সিভিরিদেঙ্কো বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিরল খনিজসম্পদ বিষয়ক চুক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনার সময়ও আলোচনায় আসেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিয়েভ সফরে গিয়ে বাগবিতণ্ডায় জড়ান প্রেসিডেন্ট জেলেনস্কি, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পদত্যাগের পর ডেনিস শ্যামিহালকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে থাকা রুস্তেম উমেরভকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের পরিকল্পনা রয়েছে।

এছাড়া সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে সিভিরিদেঙ্কোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। জেলেনস্কি বলেন, “এই রদবদল কিয়েভের রাজনৈতিক নেতৃত্বকে আরও সুসংগঠিত করবে এবং ইউক্রেনের নির্বাহী শাখাকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

উল্লেখ্য, চলমান যুদ্ধের বাস্তবতায় ইউক্রেন সরকারে এই পরিবর্তনকে বিশ্লেষকরা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

সূত্র: রয়টার্স