ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা বাগেরহাটে মেটাল ইন্ডাস্ট্রিজে দুর্ধর্ষ ডাকাতি, কোটি টাকার কাঁচামাল লুট ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত সুষ্ঠু নির্বাচনই হবে দেশের জন্য সবচেয়ে বড় সংস্কার: নাগরিক ঐক্যের সভাপতি ইসলাম ব্যবসার ক্ষেত্রে অতিমুনাফাকে সমর্থন করে না: পরিবেশ উপদেষ্টা করাচিতে পাঁচতলা ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪, উদ্ধার অভিযান অব্যাহত নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতা করাও অপরাধের শামিল : অ্যাটর্নি জেনারেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ল, উৎপাদন শুরু নিয়ে অনিশ্চয়তা ভারতের উত্তর প্রদেশে বিয়ের গাড়ি দুর্ঘটনা, বরসহ নিহত একই পরিবারের ৮ জন শেরপুরের কাটাবাড়ী সীমান্তে বিদ্যুৎস্পর্শে বন্য হাতির মৃত্যু, উদ্বিগ্ন পরিবেশকর্মীরা

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই : ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 1

ছবি সংগৃহীত

 

গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা বেশ ভালো’। এয়ারফোর্স ওয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ৬০ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই সময়ে সব পক্ষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য কাজ করবে। হামাসকে ‘চূড়ান্ত প্রস্তাব’ গ্রহণের আহ্বান জানিয়ে ট্রাম্প সতর্ক করেন, এই প্রস্তাবের চেয়ে ভালো কিছু আর আসবে না, বরং হামাসের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে গাজার উত্তর ও দক্ষিণ অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন আলোচনায় অংশ নিতে প্রস্তুত। হামাসের মিত্র ইসলামিক জিহাদও আলোচনার পক্ষে সমর্থন জানিয়েছে, তবে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করেছে।

এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে, গত মার্চের শেষ দিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আগে ইসরায়েলি সেনারা যেখানে অবস্থান করছিল, তাদের সেখানে ফিরে যেতে হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ও কাতার-মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল ফের ব্যাপক হামলা শুরু করলে সেই চুক্তি ভেঙে পড়ে।

এবারও চুক্তি ভঙ্গ হলে ইসরায়েল যেন নতুন কোনো বিমান বা স্থল অভিযান শুরু না করে, এমন নিশ্চয়তা চেয়েছে হামাস ও তাদের মিত্র গোষ্ঠীগুলো।

নতুন প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির উদ্দেশ্যে আলোচনার প্রক্রিয়া প্রথম দিন থেকেই শুরু করার কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে জানিয়েছেন, সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত এবং হামাসের সামরিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ থামানো হবে না।

এদিকে নতুন যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি তথ্যকেন্দ্র ও কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে জানা গেছে, গত মধ্যরাত থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৫৭ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে আগামী সপ্তাহেই : ট্রাম্প

আপডেট সময় ০১:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

গাজায় যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেওয়ার পর শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটা বেশ ভালো’। এয়ারফোর্স ওয়নে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ৬০ দিনের একটি যুদ্ধবিরতির শর্ত মেনে নিয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই সময়ে সব পক্ষ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য কাজ করবে। হামাসকে ‘চূড়ান্ত প্রস্তাব’ গ্রহণের আহ্বান জানিয়ে ট্রাম্প সতর্ক করেন, এই প্রস্তাবের চেয়ে ভালো কিছু আর আসবে না, বরং হামাসের জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে গাজার উত্তর ও দক্ষিণ অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করতে নতুন আলোচনায় অংশ নিতে প্রস্তুত। হামাসের মিত্র ইসলামিক জিহাদও আলোচনার পক্ষে সমর্থন জানিয়েছে, তবে তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করেছে।

এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, হামাসের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে, গত মার্চের শেষ দিকে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আগে ইসরায়েলি সেনারা যেখানে অবস্থান করছিল, তাদের সেখানে ফিরে যেতে হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ও কাতার-মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু মার্চের ১৮ তারিখ থেকে ইসরায়েল ফের ব্যাপক হামলা শুরু করলে সেই চুক্তি ভেঙে পড়ে।

এবারও চুক্তি ভঙ্গ হলে ইসরায়েল যেন নতুন কোনো বিমান বা স্থল অভিযান শুরু না করে, এমন নিশ্চয়তা চেয়েছে হামাস ও তাদের মিত্র গোষ্ঠীগুলো।

নতুন প্রস্তাবে যুদ্ধ সমাপ্তির উদ্দেশ্যে আলোচনার প্রক্রিয়া প্রথম দিন থেকেই শুরু করার কথা বলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে জানিয়েছেন, সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত এবং হামাসের সামরিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ থামানো হবে না।

এদিকে নতুন যুদ্ধবিরতি আলোচনার মাঝেই ইসরায়েল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি তথ্যকেন্দ্র ও কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে জানা গেছে, গত মধ্যরাত থেকে মাত্র পাঁচ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের ধারাবাহিকতায় এখন পর্যন্ত ৫৭ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।