ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুসলিম দেশগুলোকে লক্ষ্য অর্জনে একযোগে কাজের আহ্বান পরিবেশ উপদেষ্টার সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫৪২ জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের ভূমিকা জরুরি: বদিউল আলম প্রখ্যাত সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই আন্তর্জাতিক অপরাধে দণ্ডিতদের নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ থাকবে: অ্যাটর্নি জেনারেল পঞ্চগড়ে বিএসএফের পুশইন, নারী-পুরুষ-শিশুসহ আটক ১৫ জন সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে দুই পরিবর্তন গণমাধ্যম সংস্কারে জাতিসংঘের সহায়তা চেয়েছে সরকার: প্রেস সচিব মালয়েশিয়ায় উগ্রপন্থি সংগঠনের অভিযোগে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার: পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

ফ্রান্স-মালয়েশিয়া সম্পর্কের নতুন মাইলফলক: ২০ বিলিয়ন ডলারের বিমান চুক্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মালয়েশিয়া এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলারের ‘ঐতিহাসিক’ চুক্তি ঘোষণা করেছেন। এই চুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইউরোপ সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

শুক্রবার (৪ জুলাই) এলিসি প্রাসাদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি একে ফ্রান্স-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক বলে মন্তব্য করেন।

ম্যাক্রোঁ বলেন, “আমি খনিজ খাতে কেয়ারস্টার কোম্পানির সাথে স্বাক্ষরিত বিরল মৃত্তিকা প্রকল্পের কথা স্মরণ করছি, যেখানে সম্প্রতি লাক অঞ্চলে একটি কারখানা স্থাপন করা হয়েছে। পরিবহন খাতেও মালয়েশিয়া এয়ারলাইন্স এবং এয়ারবাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা গড়ে উঠেছে, পাশাপাশি জ্বালানি রূপান্তর খাতেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।”

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও উল্লেখ করেন, এটি গত ১৫ বছরের মধ্যে প্যারিসে মালয়েশিয়ার প্রথম উচ্চ পর্যায়ের সফর, যা অত্যন্ত অর্থবহ ও সফল হয়েছে। সফরের অংশ হিসেবে আনোয়ারের সরবোন বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন। আনোয়ার ওই বক্তৃতায় দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে ন্যায়সঙ্গত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, “আমরা ক্রমবর্ধমান বিমান চলাচল সম্পর্ককে গুরুত্ব দিয়েছি। আমাদের প্রধান ফোকাস ছিল এয়ারবাস। মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য ২০টি এবং এয়ারএশিয়ার জন্য আরও ৫০টি বিমান ক্রয় করা হবে।”

প্রসঙ্গত, এয়ারএশিয়া প্রায় ১,২২৫ কোটি মার্কিন ডলারের চুক্তিতে ৫০টি এয়ারবাস এ৩২১এক্সএলআর লং-হলো বিমান অধিগ্রহণের চুক্তি করেছে, যা ২০২৮ সাল থেকে সরবরাহ শুরু হবে।

মালয়েশিয়া ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জ্বালানি, প্রতিরক্ষা ও উচ্চমূল্যের উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস ল্যাটিন আমেরিকা ও আফ্রিকায় ফরাসি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

আনোয়ার আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো দেশের মানুষের জন্য বিকল্প বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে। ফ্রান্স সফর শেষে প্রধানমন্ত্রী আনোয়ার আগামী ৫ থেকে ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠেয় ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্স-মালয়েশিয়া সম্পর্কের নতুন মাইলফলক: ২০ বিলিয়ন ডলারের বিমান চুক্তি

আপডেট সময় ১২:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

 

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মালয়েশিয়া এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলারের ‘ঐতিহাসিক’ চুক্তি ঘোষণা করেছেন। এই চুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইউরোপ সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

শুক্রবার (৪ জুলাই) এলিসি প্রাসাদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। তিনি একে ফ্রান্স-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক বলে মন্তব্য করেন।

ম্যাক্রোঁ বলেন, “আমি খনিজ খাতে কেয়ারস্টার কোম্পানির সাথে স্বাক্ষরিত বিরল মৃত্তিকা প্রকল্পের কথা স্মরণ করছি, যেখানে সম্প্রতি লাক অঞ্চলে একটি কারখানা স্থাপন করা হয়েছে। পরিবহন খাতেও মালয়েশিয়া এয়ারলাইন্স এবং এয়ারবাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ সহযোগিতা গড়ে উঠেছে, পাশাপাশি জ্বালানি রূপান্তর খাতেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।”

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও উল্লেখ করেন, এটি গত ১৫ বছরের মধ্যে প্যারিসে মালয়েশিয়ার প্রথম উচ্চ পর্যায়ের সফর, যা অত্যন্ত অর্থবহ ও সফল হয়েছে। সফরের অংশ হিসেবে আনোয়ারের সরবোন বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন। আনোয়ার ওই বক্তৃতায় দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে ন্যায়সঙ্গত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।

মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, “আমরা ক্রমবর্ধমান বিমান চলাচল সম্পর্ককে গুরুত্ব দিয়েছি। আমাদের প্রধান ফোকাস ছিল এয়ারবাস। মালয়েশিয়ান এয়ারলাইন্সের জন্য ২০টি এবং এয়ারএশিয়ার জন্য আরও ৫০টি বিমান ক্রয় করা হবে।”

প্রসঙ্গত, এয়ারএশিয়া প্রায় ১,২২৫ কোটি মার্কিন ডলারের চুক্তিতে ৫০টি এয়ারবাস এ৩২১এক্সএলআর লং-হলো বিমান অধিগ্রহণের চুক্তি করেছে, যা ২০২৮ সাল থেকে সরবরাহ শুরু হবে।

মালয়েশিয়া ও ফ্রান্সের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জ্বালানি, প্রতিরক্ষা ও উচ্চমূল্যের উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে। মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস ল্যাটিন আমেরিকা ও আফ্রিকায় ফরাসি অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।

আনোয়ার আশা প্রকাশ করেন, এই উদ্যোগগুলো দেশের মানুষের জন্য বিকল্প বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে। ফ্রান্স সফর শেষে প্রধানমন্ত্রী আনোয়ার আগামী ৫ থেকে ৭ জুলাই ব্রাজিলে অনুষ্ঠেয় ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।