ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ অ-১৮ এশিয়া কাপ হকিতে জাপানের কাছে বাংলাদেশের নারী দলের বড় হার: ১১-০ গোলে বিধ্বস্ত! গাজায় আরও এক ফুটবলারের মৃত্যু, ইসরায়েলি হামলায় প্রাণ গেল মুহান্নাদের ঈদে শাকিব খানের নতুন চমক, অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন আর নেই আশুগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনের কারাদণ্ড মিয়ানমারে কেএনডিএফ-এর হামলায় ভূপাতিত জান্তা সরকারের যুদ্ধবিমান বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো রাশিয়া শুটিংয়ের মাঝে অসুস্থ স্বস্তিকা দত্ত, হাসপাতালে ভর্তি চূড়ান্ত হলো দুই এল ক্লাসিকো, ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে ফিরছে রোমাঞ্চ

জুভেন্তাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

 

আক্রমণ আর পাল্টা আক্রমণে টানটান উত্তেজনায় জমে ওঠা ম্যাচে একমাত্র গোলেই জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার অসাধারণ হেডে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাবি আলোনসোর দল।

মঙ্গলবার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই দুই দলের মধ্যে দেখা যায় দারুণ লড়াই। ম্যাচের সপ্তম মিনিটে জুভেন্টাসের কোলো মুয়ানি গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। রিয়ালের পক্ষে ভালভের্দে, বেলিংহ্যাম এবং চুয়ামেনিও একাধিক চেষ্টা চালিয়েছেন, তবে জালের দেখা পাননি কেউই।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে গার্সিয়া দুর্দান্ত হেডে বল জালে জড়ান। চলতি আসরে এটি ছিল গার্সিয়ার তৃতীয় গোল, যা রিয়ালকে এনে দেয় কাঙ্ক্ষিত লিড।

ম্যাচটিতে নজর কাড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। জ্বরে আক্রান্ত হয়ে আগের ম্যাচগুলো খেলতে না পারা এই তারকা শেষ পর্যন্ত মাঠে নামলেও সেরাটা দিতে পারেননি। কিছু দারুণ ঝলক দেখালেও গোলের খাতায় নাম লেখাতে ব্যর্থ হন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় জুভেন্টাস। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং জুভেন্টাসের মিশেল দি গ্রেগরিও দুই পক্ষেরই রক্ষণভাগে প্রাচীর হয়ে দাঁড়ান। ফলে ম্যাচে আর কোনো গোলের দেখা মেলেনি।

ম্যাচের শেষ দিকে একটি পেনাল্টির দাবি জানায় জুভেন্টাস, কিন্তু রেফারি সেটি গ্রহণ না করায় হতাশ হয় ইতালিয়ান জায়ান্টরা।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই আত্মবিশ্বাসের রসদে ভর করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

জুভেন্তাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১১:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

 

 

আক্রমণ আর পাল্টা আক্রমণে টানটান উত্তেজনায় জমে ওঠা ম্যাচে একমাত্র গোলেই জয় নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। গঞ্জালো গার্সিয়ার অসাধারণ হেডে জুভেন্টাসকে ১-০ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাবি আলোনসোর দল।

মঙ্গলবার রাতে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই দুই দলের মধ্যে দেখা যায় দারুণ লড়াই। ম্যাচের সপ্তম মিনিটে জুভেন্টাসের কোলো মুয়ানি গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি। রিয়ালের পক্ষে ভালভের্দে, বেলিংহ্যাম এবং চুয়ামেনিও একাধিক চেষ্টা চালিয়েছেন, তবে জালের দেখা পাননি কেউই।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৪তম মিনিটে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে গার্সিয়া দুর্দান্ত হেডে বল জালে জড়ান। চলতি আসরে এটি ছিল গার্সিয়ার তৃতীয় গোল, যা রিয়ালকে এনে দেয় কাঙ্ক্ষিত লিড।

ম্যাচটিতে নজর কাড়েন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। জ্বরে আক্রান্ত হয়ে আগের ম্যাচগুলো খেলতে না পারা এই তারকা শেষ পর্যন্ত মাঠে নামলেও সেরাটা দিতে পারেননি। কিছু দারুণ ঝলক দেখালেও গোলের খাতায় নাম লেখাতে ব্যর্থ হন তিনি।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় জুভেন্টাস। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া এবং জুভেন্টাসের মিশেল দি গ্রেগরিও দুই পক্ষেরই রক্ষণভাগে প্রাচীর হয়ে দাঁড়ান। ফলে ম্যাচে আর কোনো গোলের দেখা মেলেনি।

ম্যাচের শেষ দিকে একটি পেনাল্টির দাবি জানায় জুভেন্টাস, কিন্তু রেফারি সেটি গ্রহণ না করায় হতাশ হয় ইতালিয়ান জায়ান্টরা।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই আত্মবিশ্বাসের রসদে ভর করে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ।