ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই দক্ষিণ আফ্রিকায় সোনা খনিতে আটকে পড়া ২৬০ শ্রমিক জীবিত উদ্ধার আবার একসঙ্গে মেসি-রোনালদো? ক্লাব বিশ্বকাপে জেগেছে এক দলে খেলার সম্ভাবনা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ১৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ হামবুর্গ রেলস্টেশনে ছুরি হামলায় আহত ১৭, নারী হামলাকারী গ্রেপ্তার উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা শিরোনাম: ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে সম্মানভিত্তিক চুক্তির আহ্বান ইইউ’র উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পৃক্ততা নেই : নাহিদ খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪ শক্তিশালী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতের উত্তরপ্রদেশে একদিনেই ৪৫ জনের প্রাণহানি

নেতানিয়াহু যুদ্ধ চালাচ্ছেন ক্ষমতা টিকিয়ে রাখতে, ইসরাইলিদের বড় অংশের মত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমনটাই মনে করছেন অধিকাংশ ইসরাইলি নাগরিক। সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ প্রচারিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ ইসরাইলি নাগরিক জানিয়েছেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। অন্যদিকে, মাত্র ৩৬ শতাংশ বলেছেন, তিনি মূলত হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে আগ্রহী। বাকি ৯ শতাংশ উত্তরদাতা এই বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কেন নতুন কোনো চুক্তি হয়নি, সে প্রশ্নে ৫৩ শতাংশ নাগরিক মনে করছেন, বিষয়টি রাজনৈতিক কারণে আটকে আছে। ৩৮ শতাংশের মতে, যৌক্তিক কারণেই কোনো চুক্তি হয়নি, আর ৯ শতাংশ জানিয়েছেন তারা জানেন না কেন চুক্তি হয়নি।

চলমান গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে জনগণকে বোঝাতে নেতানিয়াহুর ব্যর্থতা নিয়েও মত দিয়েছেন নাগরিকরা। জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী জনগণকে সন্তুষ্ট করতে পারেননি। ৩৪ শতাংশের মতে, তিনি যুদ্ধের কারণ ব্যাখ্যায় সফল হয়েছেন। আর মাত্র ৪ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন।

এছাড়া, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলি প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে তিনি জানেন না নেতানিয়াহুর এই বক্তব্য বিশ্বাস করেন কি না জানতে চাওয়া হলে ৫৮ শতাংশ নাগরিক তা বিশ্বাস করতে রাজি হননি। ৩০ শতাংশ তার বক্তব্যে আস্থা রেখেছেন, আর ১২ শতাংশ এ বিষয়ে অনির্দিষ্ট উত্তর দিয়েছেন।

সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে দেশটির জনগণের মধ্যে একধরনের আস্থাহীনতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জরিপের ফলাফল সেই অসন্তোষ ও সন্দেহেরই প্রতিচ্ছবি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু যুদ্ধ চালাচ্ছেন ক্ষমতা টিকিয়ে রাখতে, ইসরাইলিদের বড় অংশের মত

আপডেট সময় ১০:৪২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

 

নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যেই গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমনটাই মনে করছেন অধিকাংশ ইসরাইলি নাগরিক। সম্প্রতি দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এ প্রচারিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী এই প্রশ্নের উত্তরে ৫৫ শতাংশ ইসরাইলি নাগরিক জানিয়েছেন, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। অন্যদিকে, মাত্র ৩৬ শতাংশ বলেছেন, তিনি মূলত হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে আগ্রহী। বাকি ৯ শতাংশ উত্তরদাতা এই বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন।

হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কেন নতুন কোনো চুক্তি হয়নি, সে প্রশ্নে ৫৩ শতাংশ নাগরিক মনে করছেন, বিষয়টি রাজনৈতিক কারণে আটকে আছে। ৩৮ শতাংশের মতে, যৌক্তিক কারণেই কোনো চুক্তি হয়নি, আর ৯ শতাংশ জানিয়েছেন তারা জানেন না কেন চুক্তি হয়নি।

চলমান গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে জনগণকে বোঝাতে নেতানিয়াহুর ব্যর্থতা নিয়েও মত দিয়েছেন নাগরিকরা। জরিপে অংশগ্রহণকারী ৬২ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী জনগণকে সন্তুষ্ট করতে পারেননি। ৩৪ শতাংশের মতে, তিনি যুদ্ধের কারণ ব্যাখ্যায় সফল হয়েছেন। আর মাত্র ৪ শতাংশ এ বিষয়ে নিশ্চিত নন।

এছাড়া, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলি প্রতিনিধিদলের কার্যক্রম সম্পর্কে তিনি জানেন না নেতানিয়াহুর এই বক্তব্য বিশ্বাস করেন কি না জানতে চাওয়া হলে ৫৮ শতাংশ নাগরিক তা বিশ্বাস করতে রাজি হননি। ৩০ শতাংশ তার বক্তব্যে আস্থা রেখেছেন, আর ১২ শতাংশ এ বিষয়ে অনির্দিষ্ট উত্তর দিয়েছেন।

সাম্প্রতিক যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতিতে নেতানিয়াহুর ভূমিকা নিয়ে দেশটির জনগণের মধ্যে একধরনের আস্থাহীনতা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জরিপের ফলাফল সেই অসন্তোষ ও সন্দেহেরই প্রতিচ্ছবি।

সূত্র: টাইমস অব ইসরায়েল