ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 30

ছবি সংগৃহীত

 

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এই গোলাগুলি হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টানা ১১ রাত ধরে এই গোলাগুলির ঘটনা চলমান রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে হামলার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী একতরফা গুলিবর্ষণ করছে। সর্বশেষ ৪ ও ৫ মে মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবন ও আখনুর সেক্টরে গোলাগুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

এছাড়া, চলমান এই সংঘর্ষের মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের একজন করে সেনাকে আটক করেছে। ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু ২৩ এপ্রিল সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেন এবং পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে। পাল্টা হিসেবে ৩ মে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে বিএসএফ আটক করেছে।

পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত অভিযোগ করে যে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যা পাকিস্তান নাকচ করেছে। হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে গেছে।

ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, যেমন সিন্ধু পানি চুক্তি স্থগিত ও আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে এবং ভারতীয় বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

এদিকে, পাকিস্তান শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের কর্মকর্তারা এটিকে ‘উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং পরদিন ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সঙ্গে জরুরি আলোচনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি অব্যাহত

আপডেট সময় ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এই গোলাগুলি হয়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টানা ১১ রাত ধরে এই গোলাগুলির ঘটনা চলমান রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে হামলার পর থেকে পাকিস্তানি সেনাবাহিনী একতরফা গুলিবর্ষণ করছে। সর্বশেষ ৪ ও ৫ মে মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবন ও আখনুর সেক্টরে গোলাগুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

এছাড়া, চলমান এই সংঘর্ষের মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের একজন করে সেনাকে আটক করেছে। ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু ২৩ এপ্রিল সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করেন এবং পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে। পাল্টা হিসেবে ৩ মে রাজস্থানে এক পাকিস্তানি রেঞ্জারকে বিএসএফ আটক করেছে।

পেহেলগামে ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত অভিযোগ করে যে এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যা পাকিস্তান নাকচ করেছে। হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে গেছে।

ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, যেমন সিন্ধু পানি চুক্তি স্থগিত ও আতারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে তাদের আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করে এবং ভারতীয় বাণিজ্য বন্ধ করে দিয়েছে।

এদিকে, পাকিস্তান শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারতের কর্মকর্তারা এটিকে ‘উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামরিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং পরদিন ভারতীয় বিমানবাহিনীর প্রধানের সঙ্গে জরুরি আলোচনা করেছেন।