ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নিহত আরো ২৯

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 20

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। সোমবার (২১ এপ্রিল) নতুন করে বিমান ও স্থল অভিযানে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলা থেকে রক্ষা পাননি শরণার্থী শিবিরের বাসিন্দারাও। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

অবস্থানগতভাবে গাজা বর্তমানে বিচ্ছিন্ন ও বিপর্যস্ত। ইসরায়েলি বাহিনী বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে অঞ্চলটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে ফেলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬৯ শতাংশ এলাকাকে ‘নো-গো জোন’ হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের অভিযান থেমে নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ধরনের পরিকল্পিত দমননীতি।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের আবারও আটক করার চিন্তা করছে নেতানিয়াহুর সরকার, যার মাধ্যমে হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগের কৌশল নেওয়া হচ্ছে।

লোহিত সাগরে চলমান উত্তেজনাও বাড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি করেছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘শক্তিশালী জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন।

গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মানবিক অনুভূতি প্রকাশ করতে ভুলছেন না সেখানকার সাধারণ মানুষ। খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে ফিলিস্তিনিরা গভীর শোক প্রকাশ করেছেন। যুদ্ধকালীন সময়েও পোপ ফ্রান্সিস গাজার সঙ্গে নিয়মিত ভিডিও বার্তার মাধ্যমে সংহতি প্রকাশ করে গেছেন, যা ফিলিস্তিনিদের জন্য ছিল এক নিঃশব্দ প্রেরণা।

এই মুহূর্তে গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও কার্যকর পদক্ষেপের অভাবে একের পর এক প্রাণ ঝরে পড়ছে—শুধু ভিন্ন জাতি ও ভিন্ন ভূখণ্ডে জন্ম নেবার অপরাধে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত, নিহত আরো ২৯

আপডেট সময় ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। সোমবার (২১ এপ্রিল) নতুন করে বিমান ও স্থল অভিযানে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলা থেকে রক্ষা পাননি শরণার্থী শিবিরের বাসিন্দারাও। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

অবস্থানগতভাবে গাজা বর্তমানে বিচ্ছিন্ন ও বিপর্যস্ত। ইসরায়েলি বাহিনী বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে অঞ্চলটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে ফেলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৬৯ শতাংশ এলাকাকে ‘নো-গো জোন’ হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ, যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি সেনাদের অভিযান থেমে নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে কমপক্ষে তিনজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ধরনের পরিকল্পিত দমননীতি।

এদিকে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত বন্দীদের আবারও আটক করার চিন্তা করছে নেতানিয়াহুর সরকার, যার মাধ্যমে হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগের কৌশল নেওয়া হচ্ছে।

লোহিত সাগরে চলমান উত্তেজনাও বাড়ছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সম্প্রতি মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি করেছে। এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে ‘শক্তিশালী জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন।

গাজা উপত্যকার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মানবিক অনুভূতি প্রকাশ করতে ভুলছেন না সেখানকার সাধারণ মানুষ। খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে ফিলিস্তিনিরা গভীর শোক প্রকাশ করেছেন। যুদ্ধকালীন সময়েও পোপ ফ্রান্সিস গাজার সঙ্গে নিয়মিত ভিডিও বার্তার মাধ্যমে সংহতি প্রকাশ করে গেছেন, যা ফিলিস্তিনিদের জন্য ছিল এক নিঃশব্দ প্রেরণা।

এই মুহূর্তে গাজা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও কার্যকর পদক্ষেপের অভাবে একের পর এক প্রাণ ঝরে পড়ছে—শুধু ভিন্ন জাতি ও ভিন্ন ভূখণ্ডে জন্ম নেবার অপরাধে।