গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২

- আপডেট সময় ০৭:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 1
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৮ জনে।
শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই ৩ জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে রোববার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১১ জন। এ নিয়ে এ বছর মোট ১১ হাজার ৪০৯ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরের এলাকা) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৫৩ জন, খুলনা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে বৃষ্টির পানি জমে থাকা স্থানে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা ও আশপাশের এলাকায় শনাক্ত হলেও দেশের অন্যান্য বিভাগেও ডেঙ্গুর বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, মাথাব্যথা, গায়ে ব্যথা, এবং র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।