০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

যশোরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 79

ছবি সংগৃহীত

 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে।

তখন চিকিৎসকরা র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার চিকিৎসা শুরু করার আগেই বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।

এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়। মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়।

যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যশোরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে।

তখন চিকিৎসকরা র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার চিকিৎসা শুরু করার আগেই বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।

এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়। মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়।

যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।