আবারও আগুনে পুড়ল দীঘিনালার বাজার, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৫ কোটি টাকা
খাগড়াছড়ির দীঘিনালায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে আগুন লাগে, যাতে অন্তত ৩০টি দোকান ভস্মীভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ করে তৃপ্তি হোটেল থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকের হোসেন জানান, আগুনে কাপড়ের দোকান, মুদি দোকান, হার্ডওয়্যার, রেস্টুরেন্টসহ অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা এখনো নিশ্চিত নয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, তৃপ্তি হোটেল থেকেই আগুনের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।
প্রসঙ্গত, এই এলাকায় এটি নতুন নয়। মাত্র ক’দিন আগেই গত ৭ মার্চ শর্টসার্কিটের কারণে একই বাজারে ভয়াবহ আগুন লাগে। তারও আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেয়া আগুনে লারমা স্কয়ারে দেড় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। একের পর এক আগুনে বাজার এলাকার ব্যবসায়ীরা চরম আতঙ্ক ও ক্ষতির মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয়রা দ্রুত কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।