ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

পুরানা পল্টনের জামান টাওয়ারে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে এসেছে আগুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 68

ছবি সংগৃহীত

 

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবন থেকে আতঙ্কিত লোকজন বের হয়ে আসেন। অনেকে ভেতরে আটকা পড়ার শঙ্কায় ছিলেন, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, আগুন লাগার ঘটনায় এলাকার ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। জামান টাওয়ারের নিচতলায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের উৎস ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির বিবরণ পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের সাবধানতা অবলম্বন ও বিদ্যুৎ সংযোগ সচল করার আগে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

নিউজটি শেয়ার করুন

পুরানা পল্টনের জামান টাওয়ারে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে এসেছে আগুন

আপডেট সময় ০৯:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

 

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর ৫টা ৩৪ মিনিটে টাওয়ারের চতুর্থ ও পঞ্চম তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় আতঙ্কের। খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবন থেকে আতঙ্কিত লোকজন বের হয়ে আসেন। অনেকে ভেতরে আটকা পড়ার শঙ্কায় ছিলেন, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাস লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এদিকে, আগুন লাগার ঘটনায় এলাকার ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। জামান টাওয়ারের নিচতলায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকায় অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। অগ্নিকাণ্ডের উৎস ও সম্পূর্ণ ক্ষয়ক্ষতির বিবরণ পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের সাবধানতা অবলম্বন ও বিদ্যুৎ সংযোগ সচল করার আগে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।