শিরোনাম :
শ্যামপুরে জুতার কারখানায় ভয়াবহ আগুন
রাজধানীর শ্যামপুরে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৫টায় শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় আগুন লাগে। সংবাদ পাওয়ার পর ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে, পরে আরও ৬টি ইউনিট এসে যোগ দেয়। সকাল ৭টা ১৮ মিনিটে ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে কারখানার সব কাঁচামাল পুড়ে ছাই হয়ে গেছে, তবে হতাহতের কোনও সংবাদ পাওয়া যায়নি।