হাজীগঞ্জ পৌর মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৪টি দোকান ও দলিলের স্তূপ

- আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / ৫১৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর শহরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৪টি দোকান। শুক্রবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে শহীদ আলী আজ্জম সড়কের পৌর মার্কেটে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুনের উৎস বলে ধারণা করলেও, ক্ষতিগ্রস্তদের কেউ কেউ নাশকতার সন্দেহ করছেন।
আগুনের ভয়াবহতায় দলিল লেখক, কম্পিউটার কম্পোজ ও প্রিন্ট, টাইলস-স্যানেটারি এবং কনফেকশনারির দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন দলিল লেখকরা। অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০ হাজার দলিল, অগণিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, অর্ধ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে হঠাৎ আগুনের আলো দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয় যুবকদের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন তরুণ আহত হন।
প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে দোকানের মালামাল বের করে আনার কোনো সুযোগই ছিল না। অধিকাংশ দোকানে মালামাল ছিল লক্ষাধিক টাকার, সবই পুড়ে গেছে।
ঘটনাস্থলে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, “আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। আমাদের সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট ছিলেন।”
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুন লাগার নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সার্বিকভাবে এই দুর্ঘটনা হাজীগঞ্জের ব্যবসায়ী সমাজে গভীর শোক ও ক্ষোভের ছাপ রেখে গেছে। প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।