১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
শিরোনাম :

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 113

ছবি: সংগৃহীত

 

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর আগে নয়জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে উদ্ধার অভিযান চালিয়ে আরও সাতজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত আটজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধার করা সব মরদেহই পোশাক কারখানার ভেতর থেকে পাওয়া গেছে। কেমিক্যাল গোডাউনের অংশে এখনো প্রবেশ করা সম্ভব হয়নি, সেখানে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দেহগুলো এতটাই দগ্ধ যে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম জানান, তখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, তবে আরও লাশ থাকতে পারে বলে ধারণা ছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া দগ্ধদের মধ্যে কয়েকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে নিহত ১৬

আপডেট সময় ০৭:৫০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

 

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর আগে নয়জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে উদ্ধার অভিযান চালিয়ে আরও সাতজনের লাশ পাওয়া যায়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত আটজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, উদ্ধার করা সব মরদেহই পোশাক কারখানার ভেতর থেকে পাওয়া গেছে। কেমিক্যাল গোডাউনের অংশে এখনো প্রবেশ করা সম্ভব হয়নি, সেখানে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দেহগুলো এতটাই দগ্ধ যে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন হবে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের ওই কারখানায় আগুন লাগার খবর পায় তারা। ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একে একে মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম জানান, তখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, তবে আরও লাশ থাকতে পারে বলে ধারণা ছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ছাড়া দগ্ধদের মধ্যে কয়েকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর।