শিরোনাম :
ফরিদপুরে বাস দুর্ঘটনা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ১০
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৮:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 106
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাকুরা পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর আড়াইটায় পিরোজপুরের স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙ্গার বড়ইতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে জ্বালানি কাঠবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পাশের জমিতে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ফরিদা বেগম (৪৫), যিনি স্বরূপকাঠির সুটিয়াকাঠি এলাকার বাসিন্দা এবং চাল ব্যবসায়ী আমির হোসেনের স্ত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
নিহতের মৃত্যুতে তার গ্রামের বাড়ি আকনবাড়িতে শোকের ছায়া নেমে আসে। বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


























