ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

সড়ক দৃর্ঘটনা

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ চারজন নিহত, আহত ৭

খবরের কথা ডেস্ক

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ চারজন নিহত, আহত ৭

 

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে ২টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এই ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও দুটি বাসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শিহাব সরকার জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পরপরই তাঁরা উদ্ধারকাজে নেমে কিছু আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যান। তবে অগ্নিকাণ্ডের কারণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুটি বাসের চালকের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় মহাসড়কের ওই অংশে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসন সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

সড়ক দৃর্ঘটনা

সাভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নারী-শিশুসহ চারজন নিহত, আহত ৭

আপডেট সময় ১১:২৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে ২টার দিকে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ২টার দিকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এই ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্স ও দুটি বাসে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শিহাব সরকার জানান, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছে। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহত সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

এদিকে স্থানীয় লোকজন জানান, দুর্ঘটনার পরপরই তাঁরা উদ্ধারকাজে নেমে কিছু আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যান। তবে অগ্নিকাণ্ডের কারণে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা যাত্রীদের বাঁচানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানায়, অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুটি বাসের চালকের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার মূল কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় মহাসড়কের ওই অংশে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ এবং স্থানীয় প্রশাসন সহযোগিতা করে।