রমজানে ফলের দাম নিয়ন্ত্রণে এনবিআরের শুল্ক-কর হ্রাস
রমজান মাসে সাধারণ জনগণের জন্য ফলের দাম সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানিকৃত তাজা ফলের ওপর শুল্ক ও কর ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বৃহত্তর জনস্বার্থে তাজা ফল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে এনেছে। পাশাপাশি আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, গত ১০ মার্চ জারি করা পৃথক এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে, মোট শুল্ক-কর ১৫ শতাংশ হ্রাস পেল, যা ফলের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সরকার সাধারণ জনগণের স্বার্থে রমজান উপলক্ষে একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক ও কর ছাড় দিয়েছে। এর মধ্যে ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর ও আগাম করের ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে।
এনবিআর জানিয়েছে, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে এবছর রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এসব করছাড় বাজারে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে, ফলে ভোক্তারা তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।
শুধু খাদ্যপণ্য নয়, সরকার সাধারণ মানুষের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সেবাগুলোর ওপরও কর ছাড়ের ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে মেট্রোরেলের ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে, যা শহরবাসীর পরিবহন ব্যয় কমাবে। এছাড়া, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ই-বুক সেবায় ভ্যাট ছাড় দেওয়া হয়েছে, যা প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে সহায়ক হবে।
ধর্মপ্রাণ মুসল্লিদের হজযাত্রা সহজ করতে হজ টিকিটের ওপর আরোপিত আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। সরকারের এসব উদ্যোগ জনগণের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনবিআর বলছে, সরকার সামগ্রিকভাবে জনকল্যাণমূলক নীতির ভিত্তিতে এসব করছাড়ের ব্যবস্থা নিয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।