ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগ গঠনের শুনানি
- আপডেট সময় ০৪:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 14
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
গত ১৫ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী নিয়োগের আদেশ দেন। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশন পক্ষ এই সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, জুলাই বিপ্লব চলাকালে ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা সরাসরি ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে। পলাতক আসামিদের হাজির হওয়ার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজকের শুনানিতে প্রসিকিউশন পক্ষ আসামিদের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগগুলো উপস্থাপন করবে। আদালত অভিযোগগুলো আমলে নিলে আনুষ্ঠানিকভাবে বিচারিক কার্যক্রম শুরু হবে।



















