১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 100

ছবি: সংগৃহীত

 

সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে এসে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নেই।
বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, পার্শ্ববর্তী দেশে অবস্থানরত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় যেসব বক্তব্য দিচ্ছেন, তা ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি করতে পারে কি না।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটাররা শঙ্কিত নন। দূরে বসে যাঁরা নানা কথা বলছেন, তাঁদের যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলা উচিত। তিনি বলেন, অন্য দেশে পালিয়ে থেকে দেওয়া বক্তব্যের কোনো গুরুত্ব নেই এবং এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না।

বিজ্ঞাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে বিশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। সবার সহযোগিতা থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রভাবিত করতে পারে এমন কোনো অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে বাহিনীর সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে মিয়ানমার সেনাবাহিনীর উপস্থিতি নেই। এ কারণে কিছু নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিচ্ছে। তবে মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং যেকোনো ঘটনায় প্রতিবাদ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মর্টারের আঘাতে একটি শিশু আহত হয়েছে, যাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের সময় মাঝে মাঝে গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়ছে, যা নিয়ে সরকার প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে বিজিবিও সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দেশের ৬১টি জেলায় এই বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে। এ বছর বিজিবির একটি ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগ দিয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ ও ৭৩ জন নারী।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা ও জয় দেশে এসে কথা বলুক: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

 

সাহস থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়কে দেশে এসে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করে দেওয়া বক্তব্যের কোনো মূল্য নেই।
বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, পার্শ্ববর্তী দেশে অবস্থানরত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় যেসব বক্তব্য দিচ্ছেন, তা ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি করতে পারে কি না।

জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভোটাররা শঙ্কিত নন। দূরে বসে যাঁরা নানা কথা বলছেন, তাঁদের যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলা উচিত। তিনি বলেন, অন্য দেশে পালিয়ে থেকে দেওয়া বক্তব্যের কোনো গুরুত্ব নেই এবং এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না।

বিজ্ঞাপন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

নির্বাচনে বিশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। সবার সহযোগিতা থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রভাবিত করতে পারে এমন কোনো অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে বিরত থাকতে বাহিনীর সদস্যদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে মিয়ানমার সেনাবাহিনীর উপস্থিতি নেই। এ কারণে কিছু নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিচ্ছে। তবে মিয়ানমার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং যেকোনো ঘটনায় প্রতিবাদ জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে মর্টারের আঘাতে একটি শিশু আহত হয়েছে, যাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘর্ষের সময় মাঝে মাঝে গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়ছে, যা নিয়ে সরকার প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে বিজিবিও সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দেশের ৬১টি জেলায় এই বাহিনীর ৩৭ হাজার সদস্য মোতায়েন থাকবে। এ বছর বিজিবির একটি ব্যাচে সর্বোচ্চ ৩ হাজার ২৩ জন নবীন সৈনিক যোগ দিয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৯৫০ জন পুরুষ ও ৭৩ জন নারী।