ডাকসু নির্বাচনে আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ সুযোগ

- আপডেট সময় ০১:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 13
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আজ সোমবার। আর আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে ভোটারদের চূড়ান্ত তালিকা।
এবারের নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ভিন্ন মাত্রার উচ্ছ্বাস ও কৌতূহল। ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে—কারা নেতৃত্ব দেবেন ডাকসুকে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন ও নানা অভিযোগ-পাল্টা অভিযোগে সরব প্রার্থীরা।
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন অনলাইনে ভোটার তালিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু সংশ্লিষ্ট হল ও দফতরে তালিকা উন্মুক্ত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ভোট আয়োজন এবং সাইবার বুলিং প্রতিরোধে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
ডাকসু নির্বাচন কমিশনের প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার মোট ৪৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন মোট ২৮টি পদের জন্য। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থিতা।
৩৮তম ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। এবারই প্রথমবারের মতো হলের বাইরে ছয়টি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।