ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যম সংস্কারে ১২টি নতুন সিদ্ধান্ত, অগ্রাধিকার পাচ্ছে সাংবাদিকদের অধিকার পলিথিন বন্ধে কঠোর অভিযান শিগগিরই শুরু: পরিবেশ উপদেষ্টা বিআরটিসির দরজা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বদা খোলা: চেয়ারম্যান নীলফামারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা বিদ্যালয়ে এসএসসিতে সবাই ফেল, বইছে সমালোচনার ঝড় নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ সশস্ত্র দস্যু নিহত সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৮৪ জন তরুণদের হতে হবে ডিজিটাল ভবিষ্যতের সহ-নির্মাতা: জাতিসংঘ মহাসচিব লক্ষ্যমাত্রা ছাড়িয়ে মোংলা বন্দরে রেকর্ড রাজস্ব আদায় ও জাহাজ আগমন ইসির তফসিলে যুক্ত হচ্ছে আরও ৪৬টি প্রতীক, তফসিলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫ এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ জুলাই থেকে

সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে পাসের হার ও জিপিএ-৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবারের ফলাফল আশানুরূপ নয় বলে মনে করছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

এবারের ফলাফল প্রকাশে কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইটে পৃথকভাবে ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইলের এসএমএস এর মাধ্যমে তাদের ফল জানতে পারছেন।

ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সন্তুষ্ট হলেও, অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘমেয়াদি শিক্ষাবিচ্যুতি ও পাঠদানে অনিয়মিততা এবারের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার কয়েকটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের নিচে নেমে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষার মান ও প্রস্তুতিতে ঘাটতির প্রতিফলন ঘটেছে এবারের ফলাফলে।

শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, শিক্ষার্থীদের মান উন্নয়নে বিদ্যালয় পর্যায়ে পাঠদানে আরও মনোযোগী হওয়া দরকার। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

এবারের পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিংবা কোন বোর্ডে পাসের হার বেশি বা কম তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে ফল বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে পাসের হার ও জিপিএ-৫

আপডেট সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবারের ফলাফল আশানুরূপ নয় বলে মনে করছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

এবারের ফলাফল প্রকাশে কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইটে পৃথকভাবে ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইলের এসএমএস এর মাধ্যমে তাদের ফল জানতে পারছেন।

ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সন্তুষ্ট হলেও, অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘমেয়াদি শিক্ষাবিচ্যুতি ও পাঠদানে অনিয়মিততা এবারের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার কয়েকটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের নিচে নেমে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষার মান ও প্রস্তুতিতে ঘাটতির প্রতিফলন ঘটেছে এবারের ফলাফলে।

শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, শিক্ষার্থীদের মান উন্নয়নে বিদ্যালয় পর্যায়ে পাঠদানে আরও মনোযোগী হওয়া দরকার। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

এবারের পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিংবা কোন বোর্ডে পাসের হার বেশি বা কম তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে ফল বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।