০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে পাসের হার ও জিপিএ-৫

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / 78

ছবি সংগৃহীত

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবারের ফলাফল আশানুরূপ নয় বলে মনে করছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এবারের ফলাফল প্রকাশে কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইটে পৃথকভাবে ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইলের এসএমএস এর মাধ্যমে তাদের ফল জানতে পারছেন।

ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সন্তুষ্ট হলেও, অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘমেয়াদি শিক্ষাবিচ্যুতি ও পাঠদানে অনিয়মিততা এবারের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার কয়েকটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের নিচে নেমে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষার মান ও প্রস্তুতিতে ঘাটতির প্রতিফলন ঘটেছে এবারের ফলাফলে।

শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, শিক্ষার্থীদের মান উন্নয়নে বিদ্যালয় পর্যায়ে পাঠদানে আরও মনোযোগী হওয়া দরকার। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

এবারের পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিংবা কোন বোর্ডে পাসের হার বেশি বা কম তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে ফল বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে পাসের হার ও জিপিএ-৫

আপডেট সময় ০২:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। একই সঙ্গে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সেই তুলনায় এবারের ফলাফল আশানুরূপ নয় বলে মনে করছেন অনেক অভিভাবক ও শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এবারের ফলাফল প্রকাশে কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইটে পৃথকভাবে ফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা অনলাইনে এবং মোবাইলের এসএমএস এর মাধ্যমে তাদের ফল জানতে পারছেন।

ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে সন্তুষ্ট হলেও, অনেকেই হতাশা প্রকাশ করেছেন। শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘমেয়াদি শিক্ষাবিচ্যুতি ও পাঠদানে অনিয়মিততা এবারের ফলাফলে প্রভাব ফেলতে পারে।

ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবার কয়েকটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের নিচে নেমে গেছে, যা গত কয়েক বছরের মধ্যে বিরল। বিশেষজ্ঞরা মনে করছেন, করোনা-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষার মান ও প্রস্তুতিতে ঘাটতির প্রতিফলন ঘটেছে এবারের ফলাফলে।

শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, শিক্ষার্থীদের মান উন্নয়নে বিদ্যালয় পর্যায়ে পাঠদানে আরও মনোযোগী হওয়া দরকার। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজন রয়েছে।

এবারের পরীক্ষায় মোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, কিংবা কোন বোর্ডে পাসের হার বেশি বা কম তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে ধারণা করা হচ্ছে, আগামী কিছু দিনের মধ্যে ফল বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে।