চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক

- আপডেট সময় ০৮:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / 0
চলতি জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ৬ জুলাই পর্যন্ত প্রবাসীরা বৈধপথে দেশে পাঠিয়েছেন মোট ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার।
এর মধ্যে কেবল ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত মাত্র তিন দিনেই এসেছে ২২২ মিলিয়ন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে (১-৬ জুলাই ২০২৪) দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩৭১ মিলিয়ন ডলার। অর্থাৎ তুলনামূলকভাবে এ বছরের জুলাইয়ের প্রথম ছয় দিনে রেমিট্যান্স প্রবাহে ১৫.৩৪ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, হুন্ডি চক্র দমনে জোরদার নজরদারি, ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা অব্যাহত রাখা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে প্রবাসী কর্মসংস্থানে স্থিতিশীলতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, প্রবাসীরা এখন বৈধপথেই টাকা পাঠাতে আগ্রহী হচ্ছেন। তিনি জানান, ঈদ-উল-আজহার পরেও রেমিট্যান্সের এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিশ্লেষকরা আরও বলছেন, বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগ এবং বিভিন্ন ব্যাংকের ডিজিটাল সেবার প্রসারও সহায়ক হয়েছে। একইসঙ্গে প্রবাসী আয়ের ওপর ২.৫ শতাংশ প্রণোদনা চালু রাখা এবং দ্রুত অর্থ হস্তান্তরের সুবিধা আরও বেশি রেমিট্যান্স আনতে সহায়তা করছে।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ মোকাবিলায় রেমিট্যান্স অন্যতম প্রধান ভরসা। তাই এই প্রবৃদ্ধি অর্থনীতির স্থিতিশীলতার দিক থেকেও ইতিবাচক বার্তা বহন করছে। ব্যাংক খাতের একাধিক সূত্র জানিয়েছে, সামনের মাসগুলোতেও এ ধারা বজায় থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা যায়।