০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫
শিরোনাম :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল যারা আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না: মুজিবুর রহমান আজ থেকে শুরু জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া আহসান, নতুন লুকে মুগ্ধ ভক্তরা নতুন ফাঁস হওয়া নথিতে ইসরায়েলের সঙ্গে অ্যামাজন ও গুগলের গোপন চুক্তি উন্মোচিত তাইওয়ানে প্রথমবারের মতো প্রো ইসরাইলি লবি AIPAC প্রতিনিধিদলের সফর প্রবল বর্ষণে নিউইয়র্ক ও নিউ জার্সির রাস্তাঘাট প্লাবিত, যানবাহন ডুবে গেছে পানিতে নিরাপত্তা হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান, তুরস্ক-কাতারের মধ্যস্থতায় সমঝোতা

২ জুন ঘোষণা আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি ও করনীতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 39

ছবি সংগৃহীত

 

আসছে সোমবার, ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট উপস্থাপন করবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এ বাজেট ভাষণ সম্প্রচার করা হবে বিকেল ৩টায়। এটি পূর্বনির্ধারিত সময় বিকেল ৪টা থেকে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

তথ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেট উপস্থাপন শেষে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন করা হবে। বাজেট প্রচারের বিস্তার বাড়াতে সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলকে বিটিভির ফিড গ্রহণ করে একই সময়ে সম্প্রচারের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করার পরিকল্পনা রয়েছে।

মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখাকে এবারের বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার চাইছে, মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা। এই লক্ষ্যে নীতিগত নানা পদক্ষেপের প্রতিফলন দেখা যেতে পারে বাজেটে।

এবারের বাজেটে করনীতিতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের পর কর কাঠামোর সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, শিল্পখাতের কর অব্যাহতির সুবিধা ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হতে পারে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হচ্ছে সাড়ে ৫ শতাংশ। ইতোমধ্যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

তবে নতুন অর্থবছরের বাজেটে করমুক্ত ব্যক্তি আয়সীমা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়ছে না।

এই বাজেট দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের অধীনে ঘোষিত প্রথম বাজেট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের জন্য এটি হবে তার দায়িত্বকালে প্রথম বাজেট উপস্থাপন। জাতীয় নির্বাচন-পূর্ব এই অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর এখন বাজেটের মূল দিকনির্দেশনার দিকে।

নিউজটি শেয়ার করুন

২ জুন ঘোষণা আসছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি ও করনীতি

আপডেট সময় ০৭:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

 

আসছে সোমবার, ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট উপস্থাপন করবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে এ বাজেট ভাষণ সম্প্রচার করা হবে বিকেল ৩টায়। এটি পূর্বনির্ধারিত সময় বিকেল ৪টা থেকে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

তথ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজেট উপস্থাপন শেষে উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদন করা হবে। বাজেট প্রচারের বিস্তার বাড়াতে সব বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলকে বিটিভির ফিড গ্রহণ করে একই সময়ে সম্প্রচারের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ হতে পারে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা বৈদেশিক ও অভ্যন্তরীণ উৎস থেকে পূরণ করার পরিকল্পনা রয়েছে।

মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখাকে এবারের বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সরকার চাইছে, মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা। এই লক্ষ্যে নীতিগত নানা পদক্ষেপের প্রতিফলন দেখা যেতে পারে বাজেটে।

এবারের বাজেটে করনীতিতে বেশ কিছু বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের পর কর কাঠামোর সক্ষমতা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, শিল্পখাতের কর অব্যাহতির সুবিধা ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

উন্নয়ন খাতে ব্যয় নির্ধারণ করা হতে পারে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হচ্ছে সাড়ে ৫ শতাংশ। ইতোমধ্যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

তবে নতুন অর্থবছরের বাজেটে করমুক্ত ব্যক্তি আয়সীমা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা বাড়ছে না।

এই বাজেট দেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অন্তর্বর্তী সরকারের অধীনে ঘোষিত প্রথম বাজেট। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের জন্য এটি হবে তার দায়িত্বকালে প্রথম বাজেট উপস্থাপন। জাতীয় নির্বাচন-পূর্ব এই অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নজর এখন বাজেটের মূল দিকনির্দেশনার দিকে।