০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধির ইঙ্গিত, নির্ধারণ হবে বৃহস্পতিবার: বাণিজ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 101

ছবি সংগৃহীত

 

কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বিশৃঙ্খলা ঠেকাতে এবছর দাম আগের বছরের তুলনায় বাড়ানো হবে এমনই ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, দেশের চামড়া খাতকে স্বাভাবিক ও স্বচ্ছ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, “চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবারের তুলনায় বেশি দামে ক্রয় সীমা নির্দিষ্ট করতে যাচ্ছি। আগামীকাল মূল্য নির্ধারণী বৈঠকে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।” গত বছর ঈদ-উল-আজহার সময় ঘরমুখো মৌসুমে অতিরিক্ত চাপ, অপরিকল্পিত লবণ ব্যবহার ও মধ্যস্বত্ত্বভোগীদের স্বেচ্ছাচারিতার কারণে প্রান্তিক ব্যবসায়ীরা ন্যায্য দাম পাননি। এবারের লক্ষ্য হল সেই পুনরাবৃত্তি রোধ করা।

বিজ্ঞাপন

চামড়া মজুত, পরিবহণ কিংবা প্রক্রিয়াজাতকরণ কোনো পর্যায়েই যাতে অসাধু সিন্ডিকেট সক্রিয় হতে না পারে, সে বিষয়েও কঠোর অবস্থানে সরকার। বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট জানান, “সিন্ডিকেট ভাঙতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ টিম থাকবে। কোথাও অনিয়ম মিললেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

সঠিক লবণায়ন নিশ্চিত করতে এবছর orphanage ও মাদ্রাসাগুলোতে বিনা মূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে কাঁচা চামড়ার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত মান অক্ষুণ্ণ থাকবে। সরকারি সূত্র বলছে, লবণের চালান ইতোমধ্যে গোডাউনে পৌঁছেছে; ঈদের আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং সেল, ট্যানারিগুলো এবং আড়তদার সমিতি সব পক্ষকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরাসরি দাম নির্ধারণ, লবণ বিতরণ এবং মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এছাড়া, জেলা প্রশাসন থেকে উপ-কমিটি গঠন করে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আশাবাদী, সমন্বিত এই উদ্যোগে চামড়া সংকট মোকাবিলা যেমন সহজ হবে, তেমনি ট্যানারি শিল্পেও স্থিতিশীলতা ফিরবে। তাঁর বক্তব্য, “সব পক্ষ নিয়ম মেনে চললে এবার কোরবানির চামড়া দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে, চামড়া-নির্ভর শিল্পখাতও লাভবান হবে।

নিউজটি শেয়ার করুন

কোরবানির চামড়ার মূল্যবৃদ্ধির ইঙ্গিত, নির্ধারণ হবে বৃহস্পতিবার: বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

 

কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে বিশৃঙ্খলা ঠেকাতে এবছর দাম আগের বছরের তুলনায় বাড়ানো হবে এমনই ইঙ্গিত দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, দেশের চামড়া খাতকে স্বাভাবিক ও স্বচ্ছ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, “চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গতবারের তুলনায় বেশি দামে ক্রয় সীমা নির্দিষ্ট করতে যাচ্ছি। আগামীকাল মূল্য নির্ধারণী বৈঠকে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।” গত বছর ঈদ-উল-আজহার সময় ঘরমুখো মৌসুমে অতিরিক্ত চাপ, অপরিকল্পিত লবণ ব্যবহার ও মধ্যস্বত্ত্বভোগীদের স্বেচ্ছাচারিতার কারণে প্রান্তিক ব্যবসায়ীরা ন্যায্য দাম পাননি। এবারের লক্ষ্য হল সেই পুনরাবৃত্তি রোধ করা।

বিজ্ঞাপন

চামড়া মজুত, পরিবহণ কিংবা প্রক্রিয়াজাতকরণ কোনো পর্যায়েই যাতে অসাধু সিন্ডিকেট সক্রিয় হতে না পারে, সে বিষয়েও কঠোর অবস্থানে সরকার। বাণিজ্য উপদেষ্টা স্পষ্ট জানান, “সিন্ডিকেট ভাঙতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ টিম থাকবে। কোথাও অনিয়ম মিললেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

সঠিক লবণায়ন নিশ্চিত করতে এবছর orphanage ও মাদ্রাসাগুলোতে বিনা মূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করবে বাণিজ্য মন্ত্রণালয়। এর ফলে কাঁচা চামড়ার দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং প্রাথমিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত মান অক্ষুণ্ণ থাকবে। সরকারি সূত্র বলছে, লবণের চালান ইতোমধ্যে গোডাউনে পৌঁছেছে; ঈদের আগেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং সেল, ট্যানারিগুলো এবং আড়তদার সমিতি সব পক্ষকে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সরাসরি দাম নির্ধারণ, লবণ বিতরণ এবং মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এছাড়া, জেলা প্রশাসন থেকে উপ-কমিটি গঠন করে স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা আশাবাদী, সমন্বিত এই উদ্যোগে চামড়া সংকট মোকাবিলা যেমন সহজ হবে, তেমনি ট্যানারি শিল্পেও স্থিতিশীলতা ফিরবে। তাঁর বক্তব্য, “সব পক্ষ নিয়ম মেনে চললে এবার কোরবানির চামড়া দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে, চামড়া-নির্ভর শিল্পখাতও লাভবান হবে।