সিন্ডিকেটের ফাঁদে কৃষি ভর্তুকি, অভিযোগে মুখর কৃষক সমাজ

- আপডেট সময় ০৩:৪০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 34
কিশোরগঞ্জের এক কৃষক জানিয়েছেন, সরকার থেকে কৃষকদের জন্য ভর্তুকি দেওয়ার ঘোষণা থাকলেও সেটি বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে তিনি সন্দিহান। তার মতে, এই ভর্তুকি দেওয়া হচ্ছে কি না, তা যথাযথভাবে তদারকি করা খুবই প্রয়োজন।
প্রতি বছর ধান কাটার মৌসুমে তিনি হারভেস্টার মেশিন ব্যবহার করেন। তবে এসব মেশিন সংগ্রহ করতে হয় স্থানীয় প্রভাবশালী কিছু নেতার মাধ্যমে, যারা অত্যন্ত চড়া দামে এসব যন্ত্র সরবরাহ করেন। এতে কৃষকদের খরচ বেড়ে যায়, এবং প্রকৃত ভর্তুকির সুবিধা থেকে তারা বঞ্চিত হন বলে অভিযোগ তার।
তিনি আরও বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘবে এবং ভর্তুকির প্রকৃত সুফল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে ভর্তুকির বাস্তব প্রয়োগ কতটা হচ্ছে, তা সরেজমিনে যাচাই করা দরকার। অন্যথায়, প্রতি বছরই কৃষকদের একই সমস্যায় পড়তে হবে।
এই সমস্যা সমাধানে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন, কৃষকদের সঠিক সময়ে এবং ন্যায্য মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করলে উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “কৃষকরা দেশের মেরুদণ্ড, অথচ আমাদের সমস্যা কেউ দেখে না। নেতারা লাভবান হয়, আমরা বঞ্চিত হই। এই অবস্থা চলতে পারে না।”
স্থানীয় কৃষক সমাজের অন্যান্য সদস্যরাও একই অভিযোগ করেন এবং সরকারের কাছে দ্রুত এ পরিস্থিতির উন্নয়ন চেয়ে সহযোগিতার দাবি জানান।