ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই চ্যাটবট নিয়ে গুরুতর তথ্য ফাঁস স্বীকার করল মেটা নবীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক সংগ্রাম-শ্রদ্ধা-ভালোবাসায় ৮১ বছরে খালেদা জিয়া রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলায় ড্রোন প্রশিক্ষণ কেন্দ্র খুলছে লিথুয়ানিয়া এআই–ভিত্তিক হার্ডওয়্যারে বড় উদ্যোগ নিচ্ছে অ্যাপল জেরুজালেমকে চিরতরে ছিনিয়ে নিতে ই-ওয়ান বসতি প্রকল্প পুনরুজ্জীবনের ঘোষণা ইসরাইলি অর্থমন্ত্রীর ইউক্রেনকে অস্ত্র সহায়তায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল ইউরোপ সিরিয়ার পুনর্গঠনে ইদলিব হবে কেন্দ্রবিন্দু: প্রেসিডেন্ট শারআ নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন

আইএমও সদরদফতরে প্রথমবারের মতো প্রদর্শিত হলো বাংলাদেশি জাহাজের মডেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 64

ছবি সংগৃহীত

 

লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) ৮৩তম মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির অধিবেশনে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো আইএমওর সদরদফতরে প্রদর্শিত হলো বাংলাদেশের তৈরি একটি যুদ্ধজাহাজের মডেল। এ মডেলটি খুলনা শিপইয়ার্ডে নির্মিত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিটি প্রত্যয়।

লন্ডনে পাঁচ দিনব্যাপী চলা এই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

আধুনিক প্রযুক্তি ও নৌ নিরাপত্তা সক্ষমতার প্রতীক হিসেবে বিসিজিটি প্রত্যয় জাহাজের মডেলটি উদ্বোধন করেন আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এবং উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে আইএমও সদরদফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মডেল প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সামুদ্রিক অগ্রযাত্রার একটি গর্বিত উপস্থাপন সম্ভব হলো। বর্তমান সরকারের এই উদ্যোগকে সামুদ্রিক খাতে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এ অধিবেশনে হাইকমিশনার আবিদা ইসলাম ২০২৬-২৭ মেয়াদের জন্য আইএমও কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ সদস্যপদে বাংলাদেশের পুনঃনির্বাচনে আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

বাংলাদেশের পরিবেশবান্ধব নৌনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, আইএমও কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারী অংশগ্রহণে অগ্রগতির বিষয়গুলো বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি জানান, সমুদ্র দূষণ রোধে বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নদী দূষণ ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে আইন সংশোধন করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাংলাদেশের এই আন্তর্জাতিক উপস্থিতি শুধু নৌখাতে নয়, বরং সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আইএমও সদরদফতরে প্রথমবারের মতো প্রদর্শিত হলো বাংলাদেশি জাহাজের মডেল

আপডেট সময় ০১:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) ৮৩তম মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির অধিবেশনে ইতিহাস গড়লো বাংলাদেশ। প্রথমবারের মতো আইএমওর সদরদফতরে প্রদর্শিত হলো বাংলাদেশের তৈরি একটি যুদ্ধজাহাজের মডেল। এ মডেলটি খুলনা শিপইয়ার্ডে নির্মিত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিটি প্রত্যয়।

লন্ডনে পাঁচ দিনব্যাপী চলা এই অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

আধুনিক প্রযুক্তি ও নৌ নিরাপত্তা সক্ষমতার প্রতীক হিসেবে বিসিজিটি প্রত্যয় জাহাজের মডেলটি উদ্বোধন করেন আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এবং উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। এ উপলক্ষে আইএমও সদরদফতরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মডেল প্রদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সামুদ্রিক অগ্রযাত্রার একটি গর্বিত উপস্থাপন সম্ভব হলো। বর্তমান সরকারের এই উদ্যোগকে সামুদ্রিক খাতে এক ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এ অধিবেশনে হাইকমিশনার আবিদা ইসলাম ২০২৬-২৭ মেয়াদের জন্য আইএমও কাউন্সিলের ক্যাটাগরি ‘সি’ সদস্যপদে বাংলাদেশের পুনঃনির্বাচনে আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

বাংলাদেশের পরিবেশবান্ধব নৌনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপ, আইএমও কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারী অংশগ্রহণে অগ্রগতির বিষয়গুলো বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি জানান, সমুদ্র দূষণ রোধে বাংলাদেশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নদী দূষণ ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে আইন সংশোধন করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাংলাদেশের এই আন্তর্জাতিক উপস্থিতি শুধু নৌখাতে নয়, বরং সামগ্রিকভাবে দেশের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।