নওগাঁয় পুলিশের ধাওয়া, উল্টে গেল ডাকাতদের ট্রাক, নিহত ১ ডাকাত, আহত ২

- আপডেট সময় ০৪:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 29
নওগাঁয় ডাকাতি করতে এসে পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত হয়েছে আরও দুইজন।
আহতরা হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। তাদের নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রামবাসী বেরিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে মহাদেবপুর থানা ও নওগাঁ সদর থানা পুলিশ একযোগে অভিযান চালায়। নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ শহরের ছয়টি পয়েন্টে ব্যারিকেড বসানো হয়। পুলিশের নজর এড়াতে ডাকাতরা একের পর এক ব্যারিকেড ভেঙে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে শেষ রক্ষা হয়নি।
বাইপাস সড়কের শিবপুর এলাকায় এসে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে একটি গরু ও দুটি ছাগল। ধারণা করা হচ্ছে, ডাকাতরা এসব পশু চুরি করে নিয়ে যাচ্ছিল।
ওসি নূরে আলম সিদ্দিকী জানান, আহত দুই ডাকাত মাসুদ ও রুবেলকে আটক করে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশের তৎপরতায় বড় ধরনের একটি ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। তবে এই ঘটনার পর ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।