কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’ অভিযান: গ্রেফতার ১৬ অপরাধী

- আপডেট সময় ০৬:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 46
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ডিএমপির লালবাগ বিভাগের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গত বুধবার বিকেল ৫:৩০ থেকে বৃহস্পতিবার ভোর ২:০০ পর্যন্ত পরিচালিত হয়েছে একটি বিশেষ ‘ব্লক রেইড’। এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধী। থানা সূত্রে জানা গেছে, অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জ এবং কামরাঙ্গীরচর থানা পুলিশের বিশেষ টিম।
এদিন পুলিশ কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: জুম্মান (২৪), মোঃ আরিফ (১৯), মোঃ আবু বক্কর (২০), রবিন (২২), মোঃ আলমগীর হোসেন (৪৯), মোঃ আকতার হোসেন (৩৪), মোঃ আল আমিন (২২), মোঃ তুহিন (২৪), লাভলু (৩০), মোঃ ইসমাইল (৩৪), মোঃ শরীফ (২০), শ্রী উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮), সোহেল (৩২) ও সজল (২২)।
অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে, এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, কামরাঙ্গীরচর এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।