০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

লক্ষ্মীপুরে ছাত্র হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 130

ছবি: সংগৃহীত

 

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়, পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহীন, যিনি নিষিদ্ধ সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, গত ৬ জানুয়ারি রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। সৌদি আরবে পালানোর চেষ্টা করছিলেন তিনি, তবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্মদ জানান, শাহীন ৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

এদিন, ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক লোক আহত হন। হামলার সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শাহীন ওইদিন অস্ত্র হাতে গুলি চালানোর দৃশ্য ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার গুলির আঘাতে নিহত হয় চার শিক্ষার্থী, এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

শাহীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ছাত্র হত্যা, সহিংসতা ও অবৈধ অস্ত্র ব্যবহার অন্যতম। গ্রেপ্তারের পর আদালত তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিশ্চিত করেছে, এবং সুষ্ঠু তদন্তের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ছাত্র হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

 

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়, পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শাহীন, যিনি নিষিদ্ধ সংগঠন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, গত ৬ জানুয়ারি রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। সৌদি আরবে পালানোর চেষ্টা করছিলেন তিনি, তবে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্মদ জানান, শাহীন ৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

এদিন, ছাত্র-জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক লোক আহত হন। হামলার সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শাহীন ওইদিন অস্ত্র হাতে গুলি চালানোর দৃশ্য ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার গুলির আঘাতে নিহত হয় চার শিক্ষার্থী, এবং আহতরা বর্তমানে চিকিৎসাধীন।

শাহীনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ছাত্র হত্যা, সহিংসতা ও অবৈধ অস্ত্র ব্যবহার অন্যতম। গ্রেপ্তারের পর আদালত তার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিশ্চিত করেছে, এবং সুষ্ঠু তদন্তের জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে।