০১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

 

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলমতি (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উত্তর বালুখন্ড গ্রামের পচু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ফুলমতিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে গ্রেফতারকৃত নারীর হেফাজত ও বসতঘর তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক

আপডেট সময় ০৬:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

 

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের উত্তর বালুখন্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুলমতি (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল উত্তর বালুখন্ড গ্রামের পচু মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ফুলমতিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

অভিযান চলাকালে গ্রেফতারকৃত নারীর হেফাজত ও বসতঘর তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, আটককৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।