১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

জুলাই গণঅভ্যুত্থান: আবু সাঈদ হত্যায় ৩০ আসামির সাক্ষ্যগ্রহণ আজ শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / 140

ছবি: সংগৃহীত

 

জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও তারেক আবদুল্লাহ।

বিজ্ঞাপন

এদিন সকালেই ছয় আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মামলার অন্য ২৪ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত ২২ জুলাই থেকে তারা আদালতে পলাতক আসামিদের পক্ষে সাফাই দিচ্ছেন।

এর আগে, গত ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন সম্পন্ন হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল ২৪ জুন, আর ৩০ জুন আদালত অভিযোগ আমলে নেয়।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান: আবু সাঈদ হত্যায় ৩০ আসামির সাক্ষ্যগ্রহণ আজ শুরু

আপডেট সময় ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

 

জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। এর আগে গত ২৭ আগস্ট চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও তারেক আবদুল্লাহ।

বিজ্ঞাপন

এদিন সকালেই ছয় আসামিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

মামলার অন্য ২৪ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গত ২২ জুলাই থেকে তারা আদালতে পলাতক আসামিদের পক্ষে সাফাই দিচ্ছেন।

এর আগে, গত ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন সম্পন্ন হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল ২৪ জুন, আর ৩০ জুন আদালত অভিযোগ আমলে নেয়।