০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

কলকাতা বিমানবন্দরে ভুয়া পরিচয়ে বিদেশযাত্রার চেষ্টা, দুই বাংলাদেশি আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 136

ছবি সংগৃহীত

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বিমানবন্দরে ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের বাসিন্দা বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)।

জানা যায়, গত শনিবার তারা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভিয়েতনামের হো চি মিন সিটির উদ্দেশে যাত্রা করার সময় ইমিগ্রেশন ডেস্কে তাদের পাসপোর্ট যাচাই-বাছাই করা হয়। সেই সময় কাগজপত্র সন্দেহজনক মনে হলে আরও তদন্ত করে দেখা যায়, তাদের পাসপোর্ট ভুয়া। পরবর্তীতে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা শাখা তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের আওতাধীন এয়ারপোর্ট থানার কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক স্বীকার করেছেন, তারা ভারতে এসেছিলেন ট্যুরিস্ট ভিসায় এবং কাজের খোঁজে কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা করছিলেন। তদন্তে উঠে এসেছে, ২০১৭-১৮ সালের দিকে তারা হরিদাসপুর সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করেন এবং পরে পুনে শহরে গিয়ে পরিচয় পরিবর্তন করেন।

পুলিশ জানায়, সেখানে তারা নকল পরিচয়পত্র তৈরি করে নিজেদের নামে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। বাবলা বড়ুয়া পরিচয় নেন ‘রাহুল গৌতম চৌধুরী’ নামে এবং চয়ন বড়ুয়া নাম পরিবর্তন করে হন ‘সুমন আদিত্য সাহা’। এই নকল পাসপোর্টেই তারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, এর আগেও কলকাতা বিমানবন্দর থেকে জ্যাকি হালদার নামে এক বাংলাদেশিকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছিল, যিনি ব্যাংকক যাচ্ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কলকাতা বিমানবন্দরে ভুয়া পরিচয়ে বিদেশযাত্রার চেষ্টা, দুই বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বিমানবন্দরে ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের বাসিন্দা বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)।

জানা যায়, গত শনিবার তারা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভিয়েতনামের হো চি মিন সিটির উদ্দেশে যাত্রা করার সময় ইমিগ্রেশন ডেস্কে তাদের পাসপোর্ট যাচাই-বাছাই করা হয়। সেই সময় কাগজপত্র সন্দেহজনক মনে হলে আরও তদন্ত করে দেখা যায়, তাদের পাসপোর্ট ভুয়া। পরবর্তীতে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা শাখা তাদের আটক করে বিধাননগর কমিশনারেটের আওতাধীন এয়ারপোর্ট থানার কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক স্বীকার করেছেন, তারা ভারতে এসেছিলেন ট্যুরিস্ট ভিসায় এবং কাজের খোঁজে কলকাতা থেকে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা করছিলেন। তদন্তে উঠে এসেছে, ২০১৭-১৮ সালের দিকে তারা হরিদাসপুর সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করেন এবং পরে পুনে শহরে গিয়ে পরিচয় পরিবর্তন করেন।

পুলিশ জানায়, সেখানে তারা নকল পরিচয়পত্র তৈরি করে নিজেদের নামে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেন। বাবলা বড়ুয়া পরিচয় নেন ‘রাহুল গৌতম চৌধুরী’ নামে এবং চয়ন বড়ুয়া নাম পরিবর্তন করে হন ‘সুমন আদিত্য সাহা’। এই নকল পাসপোর্টেই তারা বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, এর আগেও কলকাতা বিমানবন্দর থেকে জ্যাকি হালদার নামে এক বাংলাদেশিকে একই ধরনের অভিযোগে আটক করা হয়েছিল, যিনি ব্যাংকক যাচ্ছিলেন।