১০ ট্রাক অস্ত্র মামলাঃ বাবরসহ ৫ জন খালাস, পরেশ বড়ুয়ার শাস্তি কমলো
- আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 117
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন দণ্প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। একই সঙ্গে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ আরও পাঁচ আসামির সাজা কমানো হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড ১৪ বছর কারাদণ্ডে নামিয়ে আনা হয়েছে। তার সঙ্গে আরও চারজনের সাজাও হ্রাস পেয়েছে। এর আগে, গত ১৮ ডিসেম্বর একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ ছয়জনকে খালাস দেন আদালত।
বাবর ছাড়া খালাসপ্রাপ্ত অন্যরা হলেন তৎকালীন চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন।


























