ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

আবু সাঈদ হত্যা: এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে হাজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাইদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের এএসআই আমির হোসেনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেয়া হয়। এ মামলার অন্য তিন আসামি হলেন কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেন।

তবে মামলার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। ফলে প্রসিকিউশন পক্ষ থেকে আরও সময়ের আবেদন করা হয়েছে। বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন শুনানি জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশের কলেজ ছাত্র হৃদয় হত্যার মামলায় একইভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিবকে।

এই মামলার তদন্ত কাজও এখনো শেষ হয়নি, ফলে এ ক্ষেত্রেও প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করেছে।

অপরদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত আরেকটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে এই মামলার তদন্তও এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।

একাধিক মামলায় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হলেও, তদন্ত শেষ না হওয়ায় বিচার কার্যক্রম এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আবু সাঈদ হত্যা: এএসআই আমিরসহ ৪ আসামি ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

 

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহিদ আবু সাইদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের এএসআই আমির হোসেনসহ চারজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৫ জুন) সকাল ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে নেয়া হয়। এ মামলার অন্য তিন আসামি হলেন কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেন।

তবে মামলার তদন্ত এখনো সম্পূর্ণ হয়নি। ফলে প্রসিকিউশন পক্ষ থেকে আরও সময়ের আবেদন করা হয়েছে। বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন শুনানি জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

এদিকে, গাজীপুরের কোনাবাড়ি থানার পাশের কলেজ ছাত্র হৃদয় হত্যার মামলায় একইভাবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজিবকে।

এই মামলার তদন্ত কাজও এখনো শেষ হয়নি, ফলে এ ক্ষেত্রেও প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করেছে।

অপরদিকে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত আরেকটি হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে এই মামলার তদন্তও এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।

একাধিক মামলায় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হলেও, তদন্ত শেষ না হওয়ায় বিচার কার্যক্রম এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।