০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রকৃতির হাতে আঁকা ভূমি: নর্থ ডাকোটা ব্যাডল্যান্ড সাংবাদিকতার স্বাধীনতা টিকিয়ে রাখতে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক স্বনির্ভরতা জরুরি: শফিক রেহমান হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করলো বিএসএফ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 102

ছবি সংগৃহীত

 

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ভোররাতে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) ভোরবেলা দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ।

দিনাজপুর ব্যাটালিয়নের বিজিবি সূত্র জানায়, ভোররাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের উপস্থিতি টের পায় তারা। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ওই ২৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিএসএফ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি সূত্র আরও জানায়, আটকদের বিষয়ে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানবিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ বারবার এ ধরনের পুশইনের মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বলেও অভিযোগ উঠেছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুশইনের মতো ঘটনা প্রতিহত করতে সীমান্তে টহল জোরদার করা হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

ঘটনার তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ২৩ নারী-পুরুষ ও শিশুকে পুশইন করলো বিএসএফ

আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

 

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে ভোররাতে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

শনিবার (১৪ জুন) ভোরবেলা দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবির আওতাধীন চাপসার বিওপি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ।

দিনাজপুর ব্যাটালিয়নের বিজিবি সূত্র জানায়, ভোররাতে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের উপস্থিতি টের পায় তারা। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ওই ২৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিএসএফ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি সূত্র আরও জানায়, আটকদের বিষয়ে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও মানবিক বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফ বারবার এ ধরনের পুশইনের মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বলেও অভিযোগ উঠেছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পুশইনের মতো ঘটনা প্রতিহত করতে সীমান্তে টহল জোরদার করা হবে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষীদের সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

ঘটনার তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষে বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।