ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

রূপগঞ্জে জাহাজে ডাকাতির পরিকল্পনা, দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া এবং খালেকের ছেলে মনির হোসেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন ৬ নম্বর ঘাট এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল নদীপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও কয়েকটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নদীপথে ডাকাতি চক্রের সঙ্গে জড়িত এবং এই এলাকায় জাহাজে ডাকাতি ছিল তাদের নিয়মিত কাজ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীপথে ডাকাতির কারণে নৌযান চলাচলে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের সফল এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় জাহাজ ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হবে। স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ আরও তৎপর থাকবে বলেও জানান ওসি লিয়াকত আলী।

নিউজটি শেয়ার করুন

রূপগঞ্জে জাহাজে ডাকাতির পরিকল্পনা, দেশীয় অস্ত্রসহ আটক ৩ ডাকাত

আপডেট সময় ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কিনা ইমদীর ছেলে সোহেল, জাহাঙ্গীরের ছেলে চান মিয়া এবং খালেকের ছেলে মনির হোসেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন ৬ নম্বর ঘাট এলাকায় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল নদীপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও কয়েকটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নদীপথে ডাকাতি চক্রের সঙ্গে জড়িত এবং এই এলাকায় জাহাজে ডাকাতি ছিল তাদের নিয়মিত কাজ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বাকিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, নদীপথে ডাকাতির কারণে নৌযান চলাচলে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের সফল এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

রূপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় জাহাজ ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হবে। স্থানীয়দের সহযোগিতায় এ ধরনের অপরাধ দমনে পুলিশ আরও তৎপর থাকবে বলেও জানান ওসি লিয়াকত আলী।