অবৈধ ইটভাটা অভিযান
অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: নলছিটি ও কাউখালীতে ১২টি বন্ধ
ঝালকাঠির নলছিটি ও রাঙ্গামাটির কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ এবং দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকায় কেটিসি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালত ইটভাটার ম্যানেজার লোকমান হাওলাদারকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন, জরিমানা দিতে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার ইটগুলো ধ্বংস করা হয়।
এদিকে, রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ও বেতবুনিয়া ইউনিয়নে বিশেষ অভিযানে ১১টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তারা ও কাউখালী থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।