বিশাল অঙ্কের টাকা নিখোঁজ
মুজিবনগরে এজেন্ট ব্যাংকে বিপুল অর্থ লোপাট: তদন্তে পুলিশ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতের কোনো একসময়ে চোরেরা ব্যাংকের পেছনের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে।
বৃহস্পতিবার সকালে ব্যাংকের পিয়ন হাসিবুল ইসলাম অফিস খুলে সিন্দুক ভাঙা অবস্থায় দেখতে পান। শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার জানান, ব্যাংকের পেছনের জানালার গ্রিল ও ভোল্ট রুমের তালা কেটে ভেতরে থাকা সিন্দুক ভেঙে ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, “চুরির বিষয়ে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক তদন্তে জানালার গ্রিল ও ভোল্টের তালা কাটা অবস্থায় পেয়েছি।”
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর ইসলাম খান ও গোয়েন্দা শাখার ওসি গোপাল চন্দ্র। ব্যাংকের ম্যানেজার মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশের মতে, দ্রুতই দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। চুরির কারণ ও চোরদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।