ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্রসহ ২০ জন গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান সারাদিন ধরে মির্জাচর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানের সময় বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন। এ ছাড়া তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযুক্তদের মধ্যে ২০ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। যৌথ বাহিনীর এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউ অপরাধ করে পার পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।” সরকার ও প্রশাসন দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্রসহ ২০ জন গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

সোমবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযান সারাদিন ধরে মির্জাচর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পরিচালিত হয়। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।

অভিযানের সময় বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেন। এ ছাড়া তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযুক্তদের মধ্যে ২০ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছিল। ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। যৌথ বাহিনীর এই সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। কেউ অপরাধ করে পার পাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব।” সরকার ও প্রশাসন দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।