হাইকোর্টের আদেশে বায়রার নির্বাচন স্থগিত
- আপডেট সময় ০৭:৪৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 79
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের দ্বি-বার্ষিক নির্বাচন আপাতত স্থগিত হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে নির্দেশ দেন। আইনজীবী খান মাহমুদুল হাসান আদালতের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) আচরণবিধি মেনে নির্বাচন আয়োজনের শর্তে বায়রাকে ভোটের অনুমতি দিয়েছিল। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়।
চিঠিটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখযোগ্য হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রক্রিয়া যেন কোনোভাবে প্রভাবিত না হয়—সে লক্ষ্যে নির্বাচন কমিশন গত ১২ জানুয়ারি একটি নির্দেশনা জারি করে। এতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পেশাজীবী সংগঠনসহ অন্যান্য সংগঠনের সাংগঠনিক নির্বাচন না করার কথা বলা হয়েছিল। তবে ওই নির্দেশনা জারির মাত্র দুই দিন পরই বায়রার নির্বাচন আয়োজনের অনুমতি দেয় ইসি।
ইসির চিঠিতে আরও উল্লেখ ছিল, নির্ধারিত আচরণবিধি অনুসরণ করে ১৭ জানুয়ারি নির্বাচন করা যাবে। অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী ঢাকার শেরে বাংলা নগরের আগারগাঁও এলাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিসিসি) সেলিব্রিটি হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে বায়রার নির্ধারিত নির্বাচনী কার্যক্রম বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে।


























