ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করল সরকার পিরোজপুরে ১০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোজা পালন পাবনায় মহাসড়কে গাছ ফেলে ২০টিরও বেশি যানবাহন ডাকাতি, আতঙ্ক জনমনে আগামীকাল দেশব্যাপী উদযাপিত হবে জাতীয় ভোটার দিবস: নির্বাচন কমিশন মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দলের প্রাথমিক তালিকায় থাকছেন নেইমার ও অস্কার ইউরোপ থেকে আমেরিকা – মেসির মনে এমএলএসের খেলার পরিকল্পনা সবসময়ই ছিল ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত, পুলিশ মোতায়েন আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী অধ্যাপক সাইদুর রহমান টাঙ্গাইলের নাগরপুরে টমেটো চাষে ব্যাপক সাফল্য, তবে দাম কমে বিপাকে কৃষকরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল-আমীন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ঘটনা অনুযায়ী, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে আল-আমীন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিএসএফ সদস্যরাই তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে। নিহতের লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

এই ঘটনায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এবং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

এখন পর্যন্ত বিএসএফ-এর তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। নিহত যুবকের পরিবার এবং এলাকাবাসী শোকস্তব্ধ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং তার পরিবারের সদস্যরা অসহায়ভাবে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল-আমীন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ঘটনা অনুযায়ী, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে আল-আমীন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিএসএফ সদস্যরাই তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে। নিহতের লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

এই ঘটনায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এবং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

এখন পর্যন্ত বিএসএফ-এর তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। নিহত যুবকের পরিবার এবং এলাকাবাসী শোকস্তব্ধ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং তার পরিবারের সদস্যরা অসহায়ভাবে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।