ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নির্দেশনা প্রকাশ গ্রেপ্তারের সময় পুলিশের নেমপ্লেট ও আইডি কার্ড বাধ্যতামূলক আন্দোলন করলেই অবসরে যাবেন সরকারী চাকুরীজীবীরা ডিএনএ টেস্টে সনাক্ত হলো ৫ জনের পরিচয় সাজেক থেকে ফিরছেন পর্যটকরা, যান চলাচল স্বাভাবিক সেনবাগে খালের উপর জবরদখল করে ব্রীজ ও  নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান পুশইন না পুশব্যাক ? বিব্রত বাংলা ভাষাভাষী মানুষেরা রাশিয়ায় নিখোঁজ উড়োজাহাজ ৪৯ আরোহী নিয়ে বিধ্বস্ত মিডিয়াতে প্রকাশের পর পোষাক নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার স্ত্রী ও ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 38

ছবি সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল-আমীন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ঘটনা অনুযায়ী, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে আল-আমীন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিএসএফ সদস্যরাই তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে। নিহতের লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

এই ঘটনায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এবং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

এখন পর্যন্ত বিএসএফ-এর তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। নিহত যুবকের পরিবার এবং এলাকাবাসী শোকস্তব্ধ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং তার পরিবারের সদস্যরা অসহায়ভাবে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

আপডেট সময় ১২:২৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আল-আমীন পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

ঘটনা অনুযায়ী, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সীমান্তের ওপার থেকে বিএসএফ সদস্যরা কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে আল-আমীন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে বিএসএফ সদস্যরাই তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে। নিহতের লাশ বর্তমানে বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।

এই ঘটনায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এবং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, এটি বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

এখন পর্যন্ত বিএসএফ-এর তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। নিহত যুবকের পরিবার এবং এলাকাবাসী শোকস্তব্ধ এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং তার পরিবারের সদস্যরা অসহায়ভাবে বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।