০১:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

নতুন ছাত্র কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 111

ছবি: সংগৃহীত

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হলেও এতে ঢাকার বাইরের কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নেই বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন যখন ঢাকাসহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ম্লান হতে থাকে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এক দফা আন্দোলনকে সামনে এগিয়ে নেন। অথচ নতুন ছাত্রসংগঠনের ঘোষিত কমিটিতে তাদের জায়গা দেওয়া হয়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পদ ভাগাভাগি করেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম নাহিদ বলেন, “আমরা যখন নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখছিলাম, তখন ঢাবি শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। সুপার সিক্সের ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর একজন জাহাঙ্গীরনগরের। অথচ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বা মাদরাসার শিক্ষার্থী নেই। এটি সম্পূর্ণ একপাক্ষিক সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “আমরা মধুর ক্যান্টিনে গিয়েছিলাম আন্দোলনে সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণের দাবি জানাতে। কিন্তু সেখানে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন এবং এখন চিকিৎসাধীন আছেন।”

সংগঠনের নাম “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” হলেও এটি গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা এই কমিটিতে কোনো পদ গ্রহণ করবেন না এবং ভবিষ্যতে সমান প্রতিনিধিত্ব ছাড়া কোনো সিদ্ধান্ত মেনে নেবেন না।

নিউজটি শেয়ার করুন

নতুন ছাত্র কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সংগঠনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত হলেও এতে ঢাকার বাইরের কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নেই বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বৈষম্যবিরোধী আন্দোলন যখন ঢাকাসহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ম্লান হতে থাকে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এক দফা আন্দোলনকে সামনে এগিয়ে নেন। অথচ নতুন ছাত্রসংগঠনের ঘোষিত কমিটিতে তাদের জায়গা দেওয়া হয়নি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই পদ ভাগাভাগি করেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম নাহিদ বলেন, “আমরা যখন নতুন রাজনৈতিক কাঠামোর স্বপ্ন দেখছিলাম, তখন ঢাবি শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। সুপার সিক্সের ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আর একজন জাহাঙ্গীরনগরের। অথচ কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বা মাদরাসার শিক্ষার্থী নেই। এটি সম্পূর্ণ একপাক্ষিক সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “আমরা মধুর ক্যান্টিনে গিয়েছিলাম আন্দোলনে সকল শিক্ষার্থীর সমান অংশগ্রহণের দাবি জানাতে। কিন্তু সেখানে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন এবং এখন চিকিৎসাধীন আছেন।”

সংগঠনের নাম “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ” হলেও এটি গণতান্ত্রিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা এই কমিটিতে কোনো পদ গ্রহণ করবেন না এবং ভবিষ্যতে সমান প্রতিনিধিত্ব ছাড়া কোনো সিদ্ধান্ত মেনে নেবেন না।