ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক, ভর্তি বার্ন ইনস্টিটিউটে ভারতের কোচ হওয়ার ইচ্ছা জানালেন জাভি হার্নান্দেজ ভক্তদের জন্য উপহার, আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক “মিরপুরের উইকেট নিয়ে লিটনের ভিন্ন সুর” আগামী আগস্ট থেকে সিরিয়ায় গ্যাস সরবরাহ করবে আজারবাইজান, তুরস্ক হবে ট্রানজিট পথ তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা” ওমান সাগরে উত্তেজনা: ইরানি হেলিকপ্টারের হুঁশিয়ারিতে পথ বদলালো মার্কিন যুদ্ধজাহাজ বাগেরহাটে লোকালয়ে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার গাজায় যুদ্ধবিরতির আহ্বান, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিলেন ম্যাক্রোঁ থানার ভেতরে ছুরিকাঘাত, গাইবান্ধার এএসআই গুরুতর আহত”

আলোচনার আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / 56

ছবি সংগৃহীত

 

তেল বিক্রির কমিশন ৭ শতাংশে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে সারা দেশে শুরু হওয়া পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের ধর্মঘট অবশেষে আলোচনার আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ধর্মঘটটি শুরু হয়েছিল একইদিন সকাল ৬টা থেকে। এতে রাজধানীসহ সারা দেশে তেল সরবরাহে স্থবিরতা দেখা দেয়। ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্পে বিক্রি বন্ধ থাকায় যানবাহনচালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও মালিকপক্ষ বৈঠকে বসে। বৈঠকে মালিকদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান দেওয়ার আশ্বাস দেয় বিপিসি।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বিপিসি ১৫ দিনের মধ্যে কিছু দাবি বাস্তবায়ন এবং দুই মাসের মধ্যে বাকি দাবিগুলোর সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আবারও আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দেন মালিক নেতারা।

পেট্রোল পাম্প মালিকদের ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

* তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশে উন্নীত করা

* সওজ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের অবস্থায় বহাল রাখা

* সংযোগ সড়কের ইজারা নবায়নে পে-অর্ডারকে নবায়ন হিসেবে গণ্য করা

* আন্ডারগ্রাউন্ড ট্যাংকের ক্যালিব্রেশন বাধ্যতামূলক না করা

* ডিপ রড পরীক্ষণ ফি বাতিল

* বিভিন্ন দপ্তরের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল

* বিপণন কোম্পানি ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ করা

* ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়নের জটিলতা দূর করা

* আন্তঃজেলা রুট পারমিট সহজীকরণ এবং

* অননুমোদিতভাবে খোলা স্থানে জ্বালানি বিক্রি বন্ধ করা।

সরকারি আশ্বাসে আপাতত ধর্মঘট স্থগিত থাকলেও মালিকপক্ষ দাবি আদায়ে বাস্তব অগ্রগতি চায়। তা না হলে আবারো কঠোর কর্মসূচিতে ফেরার হুঁশিয়ারি দিয়েছে তারা।

নিউজটি শেয়ার করুন

আলোচনার আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

আপডেট সময় ০৪:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

 

তেল বিক্রির কমিশন ৭ শতাংশে উন্নীতকরণসহ ১০ দফা দাবিতে সারা দেশে শুরু হওয়া পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের ধর্মঘট অবশেষে আলোচনার আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

ধর্মঘটটি শুরু হয়েছিল একইদিন সকাল ৬টা থেকে। এতে রাজধানীসহ সারা দেশে তেল সরবরাহে স্থবিরতা দেখা দেয়। ডিপো থেকে তেল উত্তোলন ও পেট্রোল পাম্পে বিক্রি বন্ধ থাকায় যানবাহনচালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও মালিকপক্ষ বৈঠকে বসে। বৈঠকে মালিকদের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান দেওয়ার আশ্বাস দেয় বিপিসি।

পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বিপিসি ১৫ দিনের মধ্যে কিছু দাবি বাস্তবায়ন এবং দুই মাসের মধ্যে বাকি দাবিগুলোর সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে। দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে আবারও আন্দোলনে ফেরার হুঁশিয়ারি দেন মালিক নেতারা।

পেট্রোল পাম্প মালিকদের ১০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—

* তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশে উন্নীত করা

* সওজ অধিদপ্তরের ইজারা মাশুল পূর্বের অবস্থায় বহাল রাখা

* সংযোগ সড়কের ইজারা নবায়নে পে-অর্ডারকে নবায়ন হিসেবে গণ্য করা

* আন্ডারগ্রাউন্ড ট্যাংকের ক্যালিব্রেশন বাধ্যতামূলক না করা

* ডিপ রড পরীক্ষণ ফি বাতিল

* বিভিন্ন দপ্তরের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল

* বিপণন কোম্পানি ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ করা

* ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়নের জটিলতা দূর করা

* আন্তঃজেলা রুট পারমিট সহজীকরণ এবং

* অননুমোদিতভাবে খোলা স্থানে জ্বালানি বিক্রি বন্ধ করা।

সরকারি আশ্বাসে আপাতত ধর্মঘট স্থগিত থাকলেও মালিকপক্ষ দাবি আদায়ে বাস্তব অগ্রগতি চায়। তা না হলে আবারো কঠোর কর্মসূচিতে ফেরার হুঁশিয়ারি দিয়েছে তারা।