সুলভ ও সহজে পণ্য
জনতার বাজার: ন্যায্যমূল্যে পণ্য সরবরাহের উদ্যোগ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির মধ্যে জনসাধারণকে স্বস্তি দিতে ঢাকা জেলা প্রশাসন “জনতার বাজার” নামে একটি ন্যায্যমূল্য বাজার চালুর ঘোষণা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে মোহাম্মদপুরে প্রথম বাজারটি চালু হবে এবং পর্যায়ক্রমে ঢাকা শহরের পাঁচটি স্থানে এ উদ্যোগ সম্প্রসারিত হবে।
গতকাল রাজধানীর একটি সরকারি মাঠে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, “এই বাজারের মূল লক্ষ্য হলো মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে সরাসরি কৃষক ও ক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন। এতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।” জনতার বাজারে ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধের ব্যবস্থা থাকবে। ক্রেতারা পেমেন্টের পর একটি কোড পাবেন, যা দেখিয়ে নির্দিষ্ট স্থান থেকে পণ্য সংগ্রহ করা যাবে। বাজার পরিচালনায় স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের সম্পৃক্ত করা হবে।
এই উদ্যোগ নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।