ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি
কোরবানির ঈদ

দেশি পশুতেই কোরবানির চাহিদা পূরণ, অর্থনীতিতে এক লাখ কোটি টাকার সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 29

ছবি: সংগৃহীত

 

২০১৪ সালে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করার পর দেশীয় খামারিরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। ফলে চলতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে দেশের আট লাখ ৮৭ হাজার ৫৪৪টি খামারে প্রস্তুত রয়েছে এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি পশু। এর মধ্যে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকেই আসবে মোট চাহিদার ৭০ শতাংশ।

প্রস্তুত পশুগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাজশাহীতে প্রায় ৪৩ লাখ। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯ লাখ ৭৪ হাজার এবং খুলনা বিভাগে ১৪ লাখ ৩৪ হাজারের বেশি পশু। শুধুমাত্র রাজশাহী বিভাগ থেকেই আসবে দেশের মোট কোরবানির পশুর প্রায় ৩৫ শতাংশ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবারের কোরবানির পশুর বাজার মূল্য প্রায় ৬৭ হাজার কোটি টাকা। এর মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে প্রায় ১০ হাজার কোটি টাকার পশু। পাশাপাশি কোরবানির সময় সংগ্রহ হওয়া চামড়াও হবে এক কোটি পর্যন্ত, যা মোট চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ পূরণ করবে। সব মিলিয়ে এবারের কোরবানির অর্থনীতি ছাড়িয়ে যেতে পারে এক লাখ কোটি টাকা।

ঝিনাইদহের কালীগঞ্জের খামারি সাজ্জাদ হোসেন সেতু কোরবানির জন্য নিজ খামারে কয়েক মাস ধরে ১২টি গরু লালন-পালন করেছেন। এর মধ্যে ছয়টি গরু ইতিমধ্যে রোজার ঈদে বিক্রি করেছেন। বাকি ছয়টি গরু এবার কোরবানির হাটে তুলবেন। একইসঙ্গে তিনি একজন এআই (কৃত্রিম প্রজনন) কর্মী, যিনি প্রতি মাসে ১৫০ থেকে ২০০টি প্রজনন করে থাকেন। তাঁর মাধ্যমে স্থানীয় অনেক তরুণ ও নারী খামারিরা স্বাবলম্বী হচ্ছেন।

বর্তমানে স্থানীয় বাজারে আনুমানিক আড়াই মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ হাজার টাকায়। পাঁচ মণ ওজনের গরুর দাম দুই লাখ টাকার কাছাকাছি। খামারিরা বলছেন, পশুখাদ্যের দাম কমানো ও সহজ শর্তে ঋণ দিলে দেশীয় খামারিরাই পুরো চাহিদা পূরণ করতে সক্ষম হবেন।

প্রজনন খাতে গত অর্থবছরে প্রায় ৫৫ লাখ কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে। এর মধ্যে গাভি ও বকনাতে হয়েছে প্রায় ৩৮ লাখ। বাছুর উৎপাদন হয়েছে প্রায় ১৭ লাখ। দেশের বাজারে এখন শাহিওয়াল জাতের গরুর চাহিদা বেশি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. বয়জার রহমান বলেন, “গরু মোটাতাজাকরণ, কৃত্রিম প্রজনন, উন্নত জাত সম্প্রসারণ ও প্রযুক্তির সঠিক ব্যবহার খামারিদের স্বনির্ভরতা বাড়িয়েছে। মাংসের বাড়তি চাহিদা পূরণে কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তবে আমরা দেশীয় জাত সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

কোরবানির ঈদ

দেশি পশুতেই কোরবানির চাহিদা পূরণ, অর্থনীতিতে এক লাখ কোটি টাকার সম্ভাবনা

আপডেট সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

২০১৪ সালে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করার পর দেশীয় খামারিরা দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। ফলে চলতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে দেশের আট লাখ ৮৭ হাজার ৫৪৪টি খামারে প্রস্তুত রয়েছে এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি পশু। এর মধ্যে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকেই আসবে মোট চাহিদার ৭০ শতাংশ।

প্রস্তুত পশুগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাজশাহীতে প্রায় ৪৩ লাখ। এরপর চট্টগ্রাম বিভাগে ১৯ লাখ ৭৪ হাজার এবং খুলনা বিভাগে ১৪ লাখ ৩৪ হাজারের বেশি পশু। শুধুমাত্র রাজশাহী বিভাগ থেকেই আসবে দেশের মোট কোরবানির পশুর প্রায় ৩৫ শতাংশ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবারের কোরবানির পশুর বাজার মূল্য প্রায় ৬৭ হাজার কোটি টাকা। এর মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হবে প্রায় ১০ হাজার কোটি টাকার পশু। পাশাপাশি কোরবানির সময় সংগ্রহ হওয়া চামড়াও হবে এক কোটি পর্যন্ত, যা মোট চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ পূরণ করবে। সব মিলিয়ে এবারের কোরবানির অর্থনীতি ছাড়িয়ে যেতে পারে এক লাখ কোটি টাকা।

ঝিনাইদহের কালীগঞ্জের খামারি সাজ্জাদ হোসেন সেতু কোরবানির জন্য নিজ খামারে কয়েক মাস ধরে ১২টি গরু লালন-পালন করেছেন। এর মধ্যে ছয়টি গরু ইতিমধ্যে রোজার ঈদে বিক্রি করেছেন। বাকি ছয়টি গরু এবার কোরবানির হাটে তুলবেন। একইসঙ্গে তিনি একজন এআই (কৃত্রিম প্রজনন) কর্মী, যিনি প্রতি মাসে ১৫০ থেকে ২০০টি প্রজনন করে থাকেন। তাঁর মাধ্যমে স্থানীয় অনেক তরুণ ও নারী খামারিরা স্বাবলম্বী হচ্ছেন।

বর্তমানে স্থানীয় বাজারে আনুমানিক আড়াই মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯৫ হাজার টাকায়। পাঁচ মণ ওজনের গরুর দাম দুই লাখ টাকার কাছাকাছি। খামারিরা বলছেন, পশুখাদ্যের দাম কমানো ও সহজ শর্তে ঋণ দিলে দেশীয় খামারিরাই পুরো চাহিদা পূরণ করতে সক্ষম হবেন।

প্রজনন খাতে গত অর্থবছরে প্রায় ৫৫ লাখ কৃত্রিম প্রজনন সম্পন্ন হয়েছে। এর মধ্যে গাভি ও বকনাতে হয়েছে প্রায় ৩৮ লাখ। বাছুর উৎপাদন হয়েছে প্রায় ১৭ লাখ। দেশের বাজারে এখন শাহিওয়াল জাতের গরুর চাহিদা বেশি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. বয়জার রহমান বলেন, “গরু মোটাতাজাকরণ, কৃত্রিম প্রজনন, উন্নত জাত সম্প্রসারণ ও প্রযুক্তির সঠিক ব্যবহার খামারিদের স্বনির্ভরতা বাড়িয়েছে। মাংসের বাড়তি চাহিদা পূরণে কৃত্রিম প্রজনন কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। তবে আমরা দেশীয় জাত সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।