বাংলা একাডেমির সংস্কারের ঘোষণা সংস্কৃতি উপদেষ্টার
বাংলা একাডেমির কর্মকাণ্ডে স্থবিরতা ও অনিয়ম নিয়ে কঠোর সমালোচনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করতে শিগগিরই একটি সংস্কার কমিটি গঠনের পরিকল্পনা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় কবিতা উৎসব-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুকী দাবি করেন, একাডেমিতে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হয়েছে এবং ফ্যাসিবাদের দোসররা সেখানে প্রবেশ করেছে।
তিনি আরও বলেন, ‘‘সরকার বই প্রকাশের আগে তা পড়ে দেখবে এমন ভুল তথ্য প্রচার করা হয়েছে। সরকার মতপ্রকাশের অধিকারে বিশ্বাসী, পাঠ্যপুস্তক সেন্সর করার কোনো পরিকল্পনা নেই।’’
উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত, একুশের গান ও জুলাই বিপ্লবের গান পরিবেশিত হয়। কবি, সাহিত্যিক ও পাঠকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী এ উৎসবে কবিতা বিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সেমিনার, কবিতার গান ও নৃত্যের আয়োজন রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কবি-লেখকদের আমন্ত্রণ জানানো হয়েছে।